কলকাতা: চাকরি প্রার্থীরা যে রুটে মিছিল করতে চাইছেন, সেই রুটে রয়েছে বেশ কয়েকটি স্কুল। ফলে মিছিল হলে স্কুলগুলির অসুবিধা হবে। এই যুক্তি দিয়েই রাজ্য সরকার আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। কিন্তু রাজ্যের সেই যুক্তি মানতে নারাজ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। সোমবারের শুনানিতে বিচারপতি বলেছেন, যে সব স্কুলের কথা বলা হচ্ছে, মিছিলের কারণে সেখানে কোনও প্রভাব পড়বে না। রাজ্যের আবেদন ত্রুটিপূর্ণ বলেই পর্যবেক্ষণ বিচারপতির। রাজ্য সরকারের গ্রুপ ডি পদের চাকরি প্রার্থীরা মিছিল করার আবেদন জানিয়েছিল আদালতের কাছে। সেই মিছিলে ইতিমধ্যে অনুমতিও দিয়েছে হাইকোর্ট। সোমবার সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে।
থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু করে নিজাম প্যালেসের সামনে দিয়ে রবীন্দ্র সদন মোড় থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড হয়ে হাজরা মোড়। এই রুটেই মিছিল করার অনুমতি চেয়েছিলেন গ্রুপ ডি চাকরি প্রার্থীদের একাংশ। আগামী ২৭ সেপ্টেম্বর, বুধবার বেলা ১ টায় সেই রুটে মিছিলের অনুমতিও দিয়ে দেন বিচারপতি। সোমবার রাজ্য জানায়, ওই রুটে রয়েছে অভিনব ভারতী, শ্রী শিক্ষায়তন, শাখাওয়াত মেমোরিয়াল, লা মার্টিনিয়ার সহ বেশ কয়েকটি স্কুল। মিছিল হলে ওই এলাকায় ট্রাফিকের সমস্যা হবে। এমনটাই সওয়াল রাজ্যের।
মঙ্গলবার দুপুর ১২ টায় ফের এই মামলার শুনানি রয়েছে। ওই দিন আবারও হলফনামা জমা দেবে রাজ্য। এর আগে গত মে মাসে এই গ্রুপ ডি প্রার্থীরা হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত মিছিল করতে চেয়েছিলেন। সেই নিয়েও মামলা হয়েছিল আদালতে। পরে আদালতের নির্দেশ মতো, হরিশ মুখার্জি রোড বাদ পড়লেও কালীঘাট পর্যন্ত মিছিল হয়েছিল।