
কলকাতা: গত সপ্তাহের শেষেই যাদবপুরকাণ্ডের জল গড়ায় হাইকোর্টে। যাদবপুরের অচলাবস্থা কাটাতে দায়ের হয় জনস্বার্থ মামলা। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের করেছিল যাদবপুরের পড়ুয়ারা। এদিন ফের যাদবপুরকে সচল করার আর্জি নিয়ে ফের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। আইনজীবী অর্ক নাগের করা ওই জনস্বার্থ মামলায় কোনও হস্তক্ষেপ করতে চাইল না কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম স্পষ্ট বলেন, “বিশ্ববিদ্যালয় নিজস্ব আইন আছে। রাজ্য সরকারের নিজস্ব ক্ষমতা আছে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে। আমরা এখানে বসে নেই রাজ্যকে সেই ক্ষমতা মনে করানোর জন্য।”
এদিনও আইনজীবী অর্ক নাগ প্রধান বিচারপতির কাছে যাদবপুরের বর্তমান অবস্থা ব্যখ্যা করেন। তাঁর দাবি, ছাত্রদের আন্দোলেনের জন্য আপাতত বন্ধ হয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। চূড়ান্ত অচলাবস্থা ক্যাম্পাসে। ভাইস চ্যান্সেলর আসছেন না পরিবারের চাপে। আদালতে জানান মামলাকারী আইনজীবী অর্ক।
যদিও প্রধান বিচারপতি বলছেন, “যাদবপুরের অবস্থা খবরে পড়লাম। কী করা যায় এখানে! এখানে নির্বাচন হয়নি। একদম ল অ্য়ান্ড অর্ডারের বিষয়। পুলিশ আসুক। অন্যদিকে মামলাকারী আইনজীবী বলছেন, “একটি বিশেষ রাজনৈতিক দল ভিতরে যাওয়ার চেষ্টা করছে। গেটের নিরাপত্তা কর্মীরা রোজ মার খাচ্ছেন।” যদিও প্রধান বিচারপতি বলেন, “এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। ওরা সবাই ছাত্র।” এরপরেই বলেন, “রাজ্যকে পদক্ষেপ করতে দিন। রাজ্যের নির্দিষ্ট ক্ষমতা আছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্ষমতা আছে। আমরা এখানে বসে নেই তাদেরকে জানাতে কী ক্ষমতা আছে”, মন্তব্য প্রধান বিচারপতির।