Durgapur Bridge: প্রতিদিন ২৬০০০ গাড়ি চলে, ১৯৬৪ সালের পর এবার সেই ব্রিজ সংস্কার করবে রাজ্য

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 26, 2025 | 11:48 PM

Durgapur Bridge: মন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ১৫ জুনের মধ্যে কাজ শেষ করে ফেলতে হবে। তিনি জানান, হাই লেভেল ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের নির্দেশে।

Durgapur Bridge: প্রতিদিন ২৬০০০ গাড়ি চলে, ১৯৬৪ সালের পর এবার সেই ব্রিজ সংস্কার করবে রাজ্য
দুর্গাপুর ব্যারেজ ব্রিজ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সেচমন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, দুর্গাপুর ব‍্যারেজ ব্রিজের অবস্থা খুব খারাপ ছিল। ২৬০০০ ট্রাফিক মুভমেন্ট হয় ওই সেতু দিয়ে। তাই কাজ হলে আগে ডাইভারশন রোড তৈরি করে তারপর ব্রিজের কাজ চালু হবে বলে জানিয়েছেন মন্ত্রী। একমাসের মধ্যে তৈরি করা হয়ে গেলেই ব্রিজের উপর গাড়ি নিয়ন্ত্রণ করা হবে।

মন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ১৫ জুনের মধ্যে কাজ শেষ করে ফেলতে হবে। তিনি জানান, হাই লেভেল ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের নির্দেশে। মাটি এবং বালি মিশ্রিত জিনিস কাটার জন‍্য দরপত্র ডাকা হবে।

১৯৬৪ সালের পর বড় আকারে এই দুর্গাপুর ব্রিজ এমনভাবে সংস্কার করা হবে। ৩ এপ্রিল থেকে শুরু হবে কাজ। ১৫ জুনের মধ‍্যে কাজ শেষ করা হবে। তার জন‍্য বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে। নদী যে দিকে বইছে, সেই দিকে এই রাস্তা। জানা গিয়েছে, সাড়ে ৫ মিটার চওড়া এবং ১.২ কিলোমিটার দীর্ঘ এই বিকল্প পথ তৈরি হবে আগামী ৩ এপ্রিল থেকে।