WBUHS: রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন বর্ধমান মেডিকেলের অধ্যক্ষ সুহৃতা পাল

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 24, 2021 | 8:22 PM

নিয়মানুযায়ী আবেদনকারীদের মধ্যে থেকে তিনজনের নামের তালিকা নবান্নে পাঠানো হয়েছিল। স্বাস্থ্য ভবনের খবর, সার্চ কমিটির বৈঠক থেকে তিনজনের নামের তালিকা খামবন্দি করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়।

WBUHS: রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন বর্ধমান মেডিকেলের অধ্যক্ষ সুহৃতা পাল
নতুন উপাচার্য সুহৃতা পাল।

Follow Us

কলকাতা: রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের (WBUHS) উপাচার্য হলেন সুহৃতা পাল। বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি। রাজেন পাণ্ডের মেয়াদ শেষ হ‌ওয়ার পরে কাকলি রায় বসু ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন। গত দেড় বছরে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে একের পর এক বিতর্কিত ঘটনা ঘটেছে। কর্মক্ষেত্রে যৌন হেনস্তার অভিযোগের মতো গুরুতর অভিযোগও ওঠে। অবশ্য সেই অভিযোগের কোন‌ও সারবত্তা পাওয়া যায়নি বলে জানিয়েছিল ইন্টারন্যাল কমপ্ল্যান্টস কমিটি। উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলে পরীক্ষা চলাকালীন পরীক্ষা নিয়ামক পদত্যাগ করেছেন এমন‌ও ঘটেছে। সেই সব বিতর্কিত পর্বকে অতীত করে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে কাজের পরিবেশ ফিরিয়ে আনাই এখন নতুন উপাচার্যের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নতুন উপাচার্যের জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছিল। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য হিসাবে নিয়ম অনুযায়ী তিনজনের নামের তালিকা তৈরি করে সার্চ কমিটি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর ছিল, দৌড়ে প্রথম এগিয়ে ছিলেন এস‌এসকেএমের স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক সুভাষ বিশ্বাস। দ্বিতীয় স্থানে ছিলেন সুহৃতা পাল। যদিও এদিন দেখা যায় সুহৃতা পালকেই রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে বেছে নেওয়া হয়।

নিয়মানুযায়ী আবেদনকারীদের মধ্যে থেকে তিনজনের নামের তালিকা নবান্নে পাঠানো হয়েছিল। স্বাস্থ্য ভবনের খবর, সার্চ কমিটির বৈঠক থেকে তিনজনের নামের তালিকা খামবন্দি করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়। সেখান থেকে নামের তালিকা পৌঁছয় রাজ ভবনে। রাজ্য সরকারের অ্যাপেক্স বডির পছন্দের তালিকায় ছিলেন এস‌এসকেএমের স্ত্রীরোগ চিকিৎসক সুভাষ বিশ্বাস। পরবর্তী দু’টি নাম ছিল বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষা সুহৃতা পাল এবং এস‌এসকেএমের ইউরোলজি বিভাগের প্রধান দিলীপ পালের।

উপাচার্য কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন রাজ্যপাল। শেষ পর্যন্ত সুহৃতাদেবীকেই নতুন উপাচার্য বেছে নিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। স্বাস্থ্য ভবনের খবর, ডিন পদে মনোনীত হতে পারেন দিলীপ পাল। সহ-উপাচার্য কে হবেন তা এখনও নিশ্চিত নয়। রাজ্য সরকারের অ্যাপেক্স বডি সুহৃতা দেবীকে সহ-উপাচার্য পদে চাইছেন বলে শোনা যাচ্ছিল। যদি রাজ্যপালের সিলমোহর পড়ে সুহৃতা পালের নামে।

এর আগে গত জুলাইয়ে  রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের জেনারেল কাউন্সিলে জায়গা পান তিনজন তৃণমূল বিধায়ক। নির্মল মাজি, সুদীপ্ত রায় এবং প্রদীপ বর্মা নামে এই তিন বিধায়ক সকলেই পেশায় চিকিৎসক। রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটির নাম জেনারেল কাউন্সিল। সেই কাউন্সিলে তিন জন বিধায়ক প্রতিনিধি হিসাবে থাকেন। তার জন্য নির্বাচন হয়। সেখান থেকে নির্বাচিতদের পাঠানো হয় জেনারেল কাউন্সিলের সদস্য হিসাবে। কিন্তু এবার শাসকদল ছাড়া অন্য কোনও দলের (যদিও একুশের বিধানসভায় বিজেপির ৭৩ জন ও সংযুক্ত মোর্চার ১ জন বিধায়ক ছাড়া অন্য কারও বিরোধীর প্রতিনিধিই নেই) থেকে কোনও মনোনয়ন পত্র জমাই পড়েনি। অন্য কোনও বিধায়কও প্রতিদ্বন্দ্বিতা করেননি। শুধুমাত্র তৃণমূলের তিন বিধায়ক মনোনয়ন জমা দিয়েছিলেন। ফলে তৃণমূলের তিন বিধায়ক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। আরও পড়ুন: ‘এ রাজ্যে আমাদের কিছু হবে না’ বলতে বলতে বিকাশ ভবনের সামনে বিষ খেলেন পাঁচ শিক্ষিকা

Next Article