Calcutta High Court on JU: ‘যাদবপুরের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্যকেই’, স্পষ্ট জানাল কোর্ট

Kolkata: যাদবপুর নিয়ে আগেই দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় এদিন সিসিটিভি বসানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় আগামী চার সপ্তাহের মধ্যে সিসিটিভি বসানোর কাজ শেষ হবে। শুনানির সময় রাজ্য জানিয়েছিল, যাদবপুরে সরস্বতী পুজোর দিন প্রচুর বহিরাগতে আনাগোনা চলে।

Calcutta High Court on JU: যাদবপুরের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্যকেই, স্পষ্ট জানাল কোর্ট
কলকাতা হাইকোর্ট Image Credit source: সংগৃহিত (Social Media)

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 22, 2026 | 3:13 PM

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সরস্বতী পুজোয় গোলমাল যাতে না হয় তা নিশ্চিত করতে হবে রাজ্যকে। ওই দিন সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করবে যাদবপুর থানা। এমনই নির্দেশ দিল প্রধান বিচারপতির সুজয় পালের ডিভিশন বেঞ্চ।

যাদবপুর নিয়ে আগেই দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় এদিন সিসিটিভি বসানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় আগামী চার সপ্তাহের মধ্যে সিসিটিভি বসানোর কাজ শেষ হবে। শুনানির সময় রাজ্য জানিয়েছিল, যাদবপুরে সরস্বতী পুজোর দিন প্রচুর বহিরাগতে আনাগোনা চলে। সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হোক। এরপরই প্রধান বিচারপতির নির্দেশ, পুলিশ ওই দিন যাবতীয় নিরাপত্তা সুনিশ্চিত করবে। আগামী দশ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় কাজের অগ্রগতির রিপোর্ট জমা দেবে।

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের মৃত্যু পর আদালতে গিয়েছিল মামলা। এরপর ২০২৫-এর সেপ্টেম্বরে ফের ক্যাম্পাসে আরও এক ছাত্রীর রহস্যময় মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে উদ্ধার হয়েছিল দেহ। কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যেন সেখানে সিসিটিভি লাগানো হয় সেখানে। তার জন্য বরাদ্দ করতে বলা হয়েছিল অর্থ।

এখানেই শেষ নয়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ব্যাপক বিক্ষোভ চলে সেখানে। গাড়ি আটকানোর অভিযোগ ওঠে। দফায়-দফায় বিক্ষোভ দেখানো হয়। পাল্টা আবার এক ছাত্রকে ব্রাত্য বসুর গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছিল। যাদবপুরে বারেবারে এই ধরনের অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। এই আবহের মধ্যেই এবার কোর্ট দিল বড়সড় নির্দেশ।