Malda: মালদহে যাচ্ছে রাজ্য মহিলা কমিশন, সবটা দেখেও কেন চুপ ছিল সিভিক ভলান্টিয়াররা? উঠছে প্রশ্ন

Malda: এ ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে রাজ্য মহিলা কমিশন। পুলিশের কাছ থেকে ঘটনার ফুটেজও চাওয়া হয়েছে বলে খবর।

Malda: মালদহে যাচ্ছে রাজ্য মহিলা কমিশন, সবটা দেখেও কেন চুপ ছিল সিভিক ভলান্টিয়াররা? উঠছে প্রশ্ন
সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোলImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 10:27 AM

মালদহ: মালদহে দুই মহিলাকে নগ্ন করে মারধরের ঘটনায় এবার মাঠে নামল রাজ্য মহিলা কমিশন (State Commission for Women)। শীঘ্রই মহিলা কমিশনের সদস্যরা মালদহে যাবেন বলে জানিয়ে দিলেন চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলেও। বাংলার সরকারকে কাঠগড়ায় তুলে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। রাজনৈতিক রং না দেখে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। 

এদিকে এ ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে রাজ্য মহিলা কমিশন। পুলিশের কাছ থেকে ঘটনার ফুটেজও চাওয়া হয়েছে বলে খবর। এদিয়ে যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সময় মহিলাদের উপর নির্যাতন চলেছে সেই সময় পাশেই দাঁড়িয়ে ছিল সিভিক ভলান্টিয়াররা। কিন্তু, সবটা দেখেও কেন সিভিক ভলান্টিয়াররা কোনও দায়িত্ব নিল না সেই প্রশ্ন তোলা হয়েছে কমিশনের তরফে। সূত্রের খবর, মালদহের বামোনগোলা থানার পাকুয়াহাটে ঘটেছে এই ঘটনা। 

সেখানেই ভরা বাজারে পকেটমার সন্দেহে দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। মারা হয়েছে জুতো দিয়েও। যদিও আদৌও ওই মহিলা কোনও চুরি বা ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছে মহিলা কমিশন। অভিযোগের সত্যতা যাচাইয়ে তথ্য চেয়ে করা হয়েছে ই-মেল। মহিলারা চুরির ঘটনায় অভিযুক্ত হলে ফুটেজ দিন। ইতিমধ্যেই পুলিশকে এ কথা বলা হয়েছে রাজ্য মহিলা কমিশনের তরফে।

ঘটনাটি নিয়ে বিরোধীরা সরব হওয়ার পর মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এদিন তিনি বলেন, সব কিছুর মধ্যে রাজনীতি করা ঠিক নয়। ওই দুই মহিলা হাটে কিছু চুরি করার চেষ্টা করেছিলেন। কয়েকজন মহিলা তাঁদের ধরে মারধর শুরু করেন। পুলিশ অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।