কলকাতা: গোটা রাজ্যেই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গির (Dengue Outbreak) বাড়বাড়ন্তকে বাগে আনতে দফায় দফায় বৈঠক করেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। এবার বড় বৈঠক হয়ে গেল নবান্নে। গ্রাম বাংলায় এ বছর ডেঙ্গি সংক্রমণ যে উদ্বেগের আকার নিয়েছে তা কার্যত স্বীকার করে ডেঙ্গি মোকাবিলায় আট দফা রণকৌশলও নিয়ে ফেলেছে রাজ্যে। বৃহস্পতিবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য, পুর ও নগরোন্নয়ন, মৎস্য-সহ একাধিক সরকারি দফতরের পাশাপাশি জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
এ বছর মোট ডেঙ্গি আক্রান্তের ৬৫ শতাংশ কেসই যে গ্রাম বাংলার তা সবার আগে প্রকাশ্যে এনেছে টিভি-৯ বাংলা। এদিন ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসনের তরফে প্রকাশিত বিবৃতির একেবারে গোড়াতেই গ্রাম বাংলায় ডেঙ্গি নিয়ন্ত্রণে বিশেষ জোরের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। সেই কাজে সরকারের একাধিক দফতরের কর্মীদের নিয়োগের কথাও বলা হয়েছে।
আট দফার রণকৌশল রাজ্যের
গ্রাম বাংলায় ডেঙ্গি রোধে মাঠে নামবেন বিভিন্ন দফতরের কর্মীরা
অগস্টে থেকে মাসে দু’বার পরিচ্ছন্ন সপ্তাহ পালন করা হবে।
শহর-শহরতলিতে বাড়ি বাড়ি গিয়ে ফেলে দেওয়া জিনিসপত্র (scrap materials like plastic container, tyre etc) আরও বেশি করে সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রেল, বন্দর, প্রতিরক্ষা-সহ কেন্দ্রীয় প্রতিষ্ঠানেও পরিচ্ছন্ন অভিযানে জোর।
অগস্টে স্কুল পড়ুয়াদের কাজে লাগিয়ে চলবে সচেতনতা প্রচার।
দু’দিনের বেশি জ্বরে রক্ত পরীক্ষা নিশ্চিত করতে হবে। তা দেখবেন এলাকার স্বাস্থ্যকর্মীরা।
ডেঙ্গি হটস্পট এলাকায় কীটনাশক যুক্ত মশারি বিলি করার নির্দেশ।
ডেঙ্গি রোধে নিয়মিত পর্যালোচনা বৈঠক করতে হবে জেলাশাসকদের। এসেছে এই নির্দেশও।