NUJS: VC-র বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, তপ্ত আইন বিশ্ববিদ্যালয়

জানা যাচ্ছে, এ দিন আইন বিশ্ববিদ্যালয়ে জেনারেল কাউন্সেলিংয়ের মিটিং ছিল। সেই মিটিং চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সামনেই বিক্ষোভ প্রদর্শিত হয় বলে খবর। তাঁদের দাবি, উপাচার্য দুর্নীতিগ্রস্ত। তাই তাঁকে পদত্যাগ করতে হবে। এরপর উপাচার্যকে ঘেরাও করেন আন্দোলনকারীরা। পড়ুয়াদের দাবি, উপাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে।

NUJS: VC-র বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, তপ্ত আইন বিশ্ববিদ্যালয়
আইন বিশ্ববিদ্যালয়ে উত্তেজনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 20, 2025 | 6:55 PM

বেলেঘাটা: আইন বিশ্ববিদ্যালয়ে (The West Bengal National University of Juridical Sciences (NUJS)) দুর্নীতির অভিযোগ তুলে প্রবল বিক্ষোভ। অবিলম্বে উপাচার্যকে পদত্যাগ করতে হবে, এমনটাই দাবি পড়ুয়াদের। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন পড়ুয়ারা। আন্দোলনকারীদের একটাই দাবি, উপাচার্যের পদত্যাগ।

জানা যাচ্ছে, এ দিন আইন বিশ্ববিদ্যালয়ে জেনারেল কাউন্সেলিংয়ের মিটিং ছিল। সেই মিটিং চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সামনেই বিক্ষোভ প্রদর্শিত হয় বলে খবর। তাঁদের দাবি, উপাচার্য দুর্নীতিগ্রস্ত। তাই তাঁকে পদত্যাগ করতে হবে। এরপর উপাচার্যকে ঘেরাও করেন আন্দোলনকারীরা। পড়ুয়াদের দাবি, উপাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এবং সেই ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও সেই মামলা খারিজ হয়ে যায়। তবে  বিক্ষোভকারী পড়ুয়ারা চাইছেন যাতে ভিসি পদত্যাগ করেন।

এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে বেলেঘাটায়। আজ সকাল থেকেই ছাত্র বিক্ষোভে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। এরপর ঘেরাও করে রাখা হয় উপাচার্যকে। চলতে থাকে স্লোগানিং-সাউটিং। শুধু তাই নয়, পোস্টার দেখানো হয়। সংশ্লিষ্ট পোস্টারে লেখা থাকে, ‘এই ভিসি-কে মানছি না, মানব না।’ কোনও-কোনও ছাত্র আবার নিজেদের মোবাইলের স্ক্রিনে ‘Remove VC’ লিখে তা নিয়ে আন্দোলন করেন। তবে, আন্দোলনকারী পড়ুয়ারা কেউই এ বিষয়ে সংবাদ-মাধ্যমের সামনে প্রকাশ্যে মুখ খোলেননি।”