Subhas Sarkar on Bratya: ওঁরা যদি চান রাজ্যপাল ওঁদের সব কথায় ইয়েস বলবেন, তা হয় না: সুভাষ সরকার

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 14, 2023 | 10:42 PM

Subhas Sarkar on Bratya: রাজ্যপালের বিশ্ববিদ্যালয় পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, 'এটা তো স্বাভাবিক। তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন, ছাত্রদের সঙ্গে কথা বলবেন।'

Subhas Sarkar on Bratya: ওঁরা যদি চান রাজ্যপাল ওঁদের সব কথায় ইয়েস বলবেন, তা হয় না: সুভাষ সরকার
ব্রাত্য বসুর সমালোচনা সুভাষ সরকারের

Follow Us

কলকাতা : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে শ্বেত হস্তী, মত্ত হস্তী বলে কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। একজন শিক্ষামন্ত্রী হিসেবে এমন মন্তব্য করা উচিত হয়নি বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী। শুক্রবারই বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতে নিউ টাউনের হোটেলে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই উপস্থিত ছিলেন সুভাষ সরকার। বৈঠক শেষে বেরিয়ে শিক্ষামন্ত্রী মন্তব্যের সমালোচনা করেন তিনি।

গত কয়েকদিনে একের পর এক বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। কলকাতা বিশ্ববিদ্যালয়, বারাসত বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন রাজ্যপাল। আর তাতেই অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘শ্বেত হস্তীর মতো বা মত্ত হস্তীর মতো যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দাপিয়ে বেড়াচ্ছেন, তা আমাদের কাছে বাস্তবোচিত, সমীচীন ও সঙ্গত ঠেকছে না।’ এই মন্তব্য নিয়েই বিতর্কের সূত্রপাত। ‘অশালীন ও কুরুচিকর মন্তব্য’ করা হয়েছে বলে দাবি করেন সুভাষ সরকার।

এই প্রসঙ্গে সুভাষ সরকার বলেন, ‘মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য সবাই এসব করছে। শিক্ষামন্ত্রীও তাই করেছেন।’ তাঁর দাবি, দুর্নীতির তদন্তের পারদ যত চড়ছে, তত এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর রাজ্যপালের বিশ্ববিদ্যালয় পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তো স্বাভাবিক। তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন, ছাত্রদের সঙ্গে কথা বলবেন। রাষ্ট্রপতিও যান। এতে তো সরকারের কোনও অসুবিধা হওয়ার কথা নয়। যদি ওঁরা চান যে রাজ্যপাল ওঁদের সব কথায় ইয়েস বলবেন, তা তো হয় না।’

সংবিধানকে রক্ষা করার জন্য, বিশ্ববিদ্যালয়ে যাতে রাজনৈতিক মেরুকরণ না হয়, তা দেখার জন্য রাজ্যপাল পরিদর্শন করছেন বলে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

Next Article