কলকাতা: সুচেতন নামেই তাঁকে সবাই চিনুক, সেটাই চান বুদ্ধ-সন্তান। নিজের ব্যক্তিগত জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে কোনওদিনই রাখঢাক রাখেননি তিনি। গতবছরের মাঝামাঝি সময়ের কথা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন ভট্টাচার্য জানিয়েছিলেন, তিনি মানসিকভাবে অনেকদিন ধরেই ট্রান্সম্যান। অপেক্ষা শুধু শারীরিকভাবে তা হওয়ার এবং আইনি প্রক্রিয়ার। এবার সেই আইনি প্রক্রিয়ার দিকে আরও একধাপ এগোলেন সুচেতন। নতুন বছরের শুরুতেই নিজের ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ড হাতে পেয়েছেন বুদ্ধ-সন্তান। জানা যাচ্ছে, গত ৫ জানুয়ারি নতুন আইডি কার্ড ইস্যু হয়েছে তাঁর নামে। ওইদিনই কার্ড হাতে পেয়েছেন তিনি।
তাঁর নতুন সেই আইডি কার্ডে লিঙ্গ হিসেবে লেখা রয়েছে ট্রান্সজেন্ডার। নাম রয়েছে সুচেতন ভট্টাচার্য। বাকি সব আগের মতোই। বুদ্ধবাবুর বাড়ির ঠিকানাই দেওয়া রয়েছে। নতুন এই ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ড হাতে পাওয়ার ফলে, লিঙ্গ পরিবর্তনের সংগ্রামের পথে তিনি আরও এক ধাপ এগোলেন বলেই মনে করছেন অনেকে। কারণ, এই নতুন পরিচয়পত্রের সাহায্যে পুরনো সব পরিচয়পত্রগুলিতেও নিজের লিঙ্গ ও নাম বদল করতে পারবেন তিনি। ফলে বলাই যায়, নতুন এই ট্রান্সজেন্ডার আইডি কার্ডের হাত ধরেই অফিশিয়ালি সুচেতন হলেন বুদ্ধবাবুর সন্তান।
সুচেতনা থেকে সুচেতন হয়ে ওঠার এই দীর্ঘ যাত্রায় প্রতি মুহূর্তে পরিবারকে পাশে পেয়েছেন তিনি। আগেই সে কথা জানিয়েছিলেন সুচেতন। বলেছিলেন, পরিবারের কেউ কখনও আপত্তি জানাননি। যখন তাঁর এই সংগ্রাম ও লড়াইয়ের কথা প্রথম প্রকাশ্যে এসেছিল, তখন সুচেতন বলেছিলেন , “আমি এখন ৪১ প্লাস। সিদ্ধান্তটা আমার। অনেকেই আমার মতো আছেন। তাঁদের পিতৃ পরিচয় বা মাতৃ পরিচয় এখানে খুব একটা গুরুত্বপূর্ণ নয়।” নতুন পরিচয়পত্র পাওয়ার পর তাঁর প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে সুচেতনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।