Sujay Krishna Bhadra: প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন সুজয়কৃষ্ণের, একাধিক শর্ত হাইকোর্টের

Sujay Krishna Bhadra gets conditional bail: জামিন মঞ্জুর করে হাইকোর্ট জানিয়েছে, পাসপোর্ট জমা রাখতে হবে সৃজয়কৃষ্ণকে। ফোন নম্বর জানাতে হবে। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে একদিন দেখা করতে হবে। প্রমাণ নষ্ট করা যাবে না। এছাড়া জামিন পেলেও কলকাতা ছাড়া যাবে না।

Sujay Krishna Bhadra: প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন সুজয়কৃষ্ণের, একাধিক শর্ত হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট থেকে শর্তাধীন জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্রImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 05, 2025 | 11:41 AM

কলকাতা: অন্তর্বর্তী জামিনে রয়েছেন। এবার বড় স্বস্তি পেলেন ‘কালীঘাটের কাকু’। প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে শর্তাধীন জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র। সিবিআইয়ের গ্রেফতারিতে ‘কালীঘাটের কাকু’-র জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। তবে একাধিক শর্ত মানতে হবে সুজয়কৃষ্ণকে।

কী কী শর্ত মানতে হবে সুজয়কৃষ্ণকে?

সুজয়কৃষ্ণের জামিন মঞ্জুর করে হাইকোর্ট জানিয়েছে, পাসপোর্ট জমা রাখতে হবে সৃজয়কৃষ্ণকে। ফোন নম্বর জানাতে হবে। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে একদিন দেখা করতে হবে। প্রমাণ নষ্ট করা যাবে না। এছাড়া জামিন পেলেও কলকাতা ছাড়া যাবে না।

এর আগে ইডির গ্রেফতারিতেও সুজয়কৃষ্ণের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন সিবিআই গ্রেফতারিতেও শর্তসাপেক্ষে জামিন পেলেন কালীঘাটের কাকু। প্রসঙ্গত, বর্তমানে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালের ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে প্রথমে গ্রেফতার করে ইডি। পরে সিবিআই তাঁকে গ্রেফতার করে। সৃজয়কৃষ্ণ গ্রেফতার হওয়ার কিছুদিনের মধ্যে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হাসপাতালেও কেটেছে তাঁর। শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিন পান সুজয়কৃষ্ণ। অন্তর্বর্তী জামিনের শর্তে বলা ছিল, চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কারণে বাড়ির বাইরে বেরতে পারবেন না তিনি। বাইরের কারও সঙ্গে তিনি দেখাও করতে পারবেন না। এছাড়া সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশও দিয়েছিল হাইকোর্ট। এতদিন অন্তর্বর্তী জামিনে থাকার পর এবার ইডি ও সিবিআইয়ে গ্রেফতারিতে শর্তাধীন জামিন পেলেন কালীঘাটের কাকু। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে জামিন পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।