Sujay Krishna Bhadra: ‘বছরে তো একবারই…’, স্ত্রী’র বাৎসরিকে লোক নিমন্ত্রণ করে খাওয়াতে চান ‘কাকু’

Calcutta High Court: বিচারপতি শুভ্রা ঘোষ প্রশ্ন করেন, 'বাড়ির বাইরে কেন? বাড়িতে ডাকতে সমস্যা কোথায়?' তবে বিচারপতি জানান, এই ক্ষেত্রে রাজ্যের বলার কোনও জায়গা নেই।

Sujay Krishna Bhadra: বছরে তো একবারই..., স্ত্রীর বাৎসরিকে লোক নিমন্ত্রণ করে খাওয়াতে চান কাকু

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 17, 2025 | 1:28 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় নাম জড়িয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের। দুর্নীতির তদন্তে যার নাম কালীঘাটের ‘কাকু’ হিসেবে উঠেছে সেই সুজয়কৃষ্ণ এবার নতুন আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। দীর্ঘ সময় জেল হেফাজতে ছিলেন তিনি। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিনে আছেন তিনি।

সুজয়কৃষ্ণ গ্রেফতার হওয়ার কয়েকদিনের মধ্যেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়। এবার স্ত্রীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আসন্ন। সেই উপলক্ষে এবার পরিচিতদের নিমন্ত্রণ করে খাওয়াতে চান তিনি। তবে বাড়িতে নয়, অনুষ্ঠান করতে চান বাড়ির বাইরে কোথাও। সেই আর্জি জানিয়েই আজ, মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

আবেদনে ‘কাকু’ বলেন, “মানুষকে নিমন্ত্রণ করতে চাই। আমি গৃহবন্দি (হাউস অ্যারেস্ট) হয়ে আছি। বাড়িতে কেন্দ্রীয় বাহিনী আছে। এই অনুষ্ঠান তো বছরে একবার আসে।” এ কথা শুনে বিচারপতি শুভ্রা ঘোষ প্রশ্ন করেন, ‘বাড়ির বাইরে কেন? বাড়িতে ডাকতে সমস্যা কোথায়?’ তবে বিচারপতি জানান, এই ক্ষেত্রে রাজ্যের বলার কোনও জায়গা নেই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে তাদের অবস্থান জানাক বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সুজয়কৃষ্ণ কি বাড়ির বাইরে স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন করতে পারবে? সিবিআই-কে শুক্রবারের মধ্যে সেটা জানাতে হবে আদালতে।

নিয়োগ মামলায় ২০২৩ সালে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করেছিল ইডি। পরে একই মামলায় তাঁকে সিবিআইও গ্রেফতার করে। বেহালার বাড়িতেই আপাতত রয়েছেন সুজয়কৃষ্ণ। জামিনের শর্ততেই বলা ছিল, চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কারণে বাড়ির বাইরে বেরতে পারবেন না সুজয়কৃষ্ণ। বাইরের কারও সঙ্গে তিনি দেখাও করতে পারবেন না। এছাড়া সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশও দিয়েছিল হাইকোর্ট।