AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta Majumdar: ‘কালীঘাটে করোনার মেশিন আছে, কন্ট্রোল করেন মুখ্যমন্ত্রী’

BJP Agitation: পোট্রোপণ্যে ভ্যাট কমানোর দাবিতে পথে সোমবার পথে নেমেছিল বিজেপি। মিছিল বের হওয়ার কথা থাকলেও কলকাতা পুলিশের কড়া বেষ্টনী পার করে তা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বেলা ৩টে ১৫ নাগাদ কর্মসূচি শেষ করে দেয় বিজেপি।

Sukanta Majumdar: 'কালীঘাটে করোনার মেশিন আছে, কন্ট্রোল করেন মুখ্যমন্ত্রী'
সুকান্ত মজুমদার(ফাইল ছবি)
| Edited By: | Updated on: Nov 08, 2021 | 7:31 PM
Share

কলকাতা : পেট্রোপণ্যের ওপর শুল্ক কমিয়েছে কেন্দ্র। এবার ভ্যাট কমাতে হবে রাজ্য সরকারকে। এই দাবি নিয়েই আজ পথে নেমেছে বিজেপি (BJP)। কিন্তু রাস্তাতেই আটকে দেওয়া হয় সেই মিছিল। করোনা পরিস্থিতিতে বেশি জমায়েত করা যাবে না, এটাই ছিল এ দিন মিছিল আটকানোর ক্ষেত্রে পুলিশের অন্যতম যুক্তি। সেই ইস্যুতেই এ দিন রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও কটাক্ষ করেছেন তিনি। তাঁর কথায়, ‘কালীঘাটে করোনা কন্ট্রোল করার মেশিন আছে।’

মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতর থেকে মিছিল এগোতেই পুলিশের বাধার মুখে পড়েন দলীয় কর্মী সমর্থকরা। মিছিল আটকে দেয় পুলিশ। এই মিছিলের জন্য বিজেপির কাছে কোনও অনুমতি নেই। দ্বিতীয়ত, কোভিডের কারণে এই জমায়েতে কোনও ভাবেই অনুমতি দেওয়া সম্ভব নয়। আর তারপরই রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে সুকান্ত বলেন, ‘বিজেপির যে দিন মিছিল থাকে, সে দিনই করোনা বেরিয়ে পড়ে।’

গতকাল করোনা ছিল না বলেও কটাক্ষ করেন সুকান্ত। রবিবার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই জন্মদিনে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে বাঁধ ভাঙা ভিড় দেখা যায় কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে। অভিষেক হাসি মুখে, কখনও একেবারে ফিল্মস্টারদের মতো হাত নেড়ে, কখনও আবার নেতাসুলভ করজোড়ে ভক্তদের অভিবাদন গ্রহণ করেন।

সেই ছবি মনে করিয়ে দিয়ে সুকান্ত বলেন, ‘জন্মদিনে জিনস পরে খোকাবাবু বেরিয়ে এলেন, আমরা খুব আনন্দ পেলাম। প্রচুর লোক, কারও মুখে মাস্ক নেই। তখন করোনা ছিল না।’ পাশাপাশি, নাম না করে মদন মিত্রকেও কটাক্ষ করেছেন তিনি। সুকান্ত বলেন, ‘একজন কালারফুল নেতা, তিনি কালারফুল পোশাক পরে, কালারফুল গাড়িতে রাস্তা দিয়ে গেলেন। তখন করোনা ছিল না।’ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোরুর গাড়িতে চেপে রাস্তায় নেমেছিলেন মদন। সেই প্রতিবাদের কথাই উল্লেখ করেন বিজেপি সাংসদ।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘কালীঘাটে করোনা কন্ট্রোল করার মেশিন আছে। যে দিন বিজেপির আন্দোলন থাকে, সে দিন করোনা রাস্তায় ছেড়ে দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘পুলিশ যে ভাবে মিছিল আটকাচ্ছে, তা দেখে আমি নিশ্চিত এরকম একটি মেশিন কালীঘাটে আছে। লালবাজারেও ২-৪টে এরকম মেশিন থাকতে পারে।’ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, ‘আগে গুণ্ডা কন্ট্রোল করতেন, এবার করোনাও কন্ট্রোল করছেন।’ পুলিশকে কটাক্ষ করে তিনি বলেন, ‘পুলিশের এখন দুটো কাজ। কালীঘাটের বাড়ি পাহারা দেওয়া ও বিজেপির মিছিল আটকানো।’

এদিন রাজ্য অফিসের সামনেই বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ রাহুল সিনহা, সুকান্ত মজুমদাররা। প্রত্যেকেই তাঁদের বক্তব্যে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন : ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের, পিছু হঠতে বাধ্য করল পুলিশও