Sukanta Mazumdar: ‘দরজা ভেঙে ভিতরে ঢুকুন’, CBI-কে পরামর্শ সুকান্তর
Sukanta Mazumdar: বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, "সন্দীপ ঘোষের মতো মানুষের বাড়িতে গেলে এক ঘণ্টা অপেক্ষা করতে হবে না। দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন না। দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকুন। এদের মতো লোকেদের দরজা ভেঙে ঢুকতে হবে।"
কলকাতা: রবিবার সাত সকালে অ্যাকশনে নামে সিবিআই। সকাল সকাল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যান তাঁরা। প্রায় দেড় ঘণ্টা সন্দীপের দরজায় দাঁড়িয়ে থাকেন তাঁরা। এই নিয়েই এবার প্রতিক্রিয়া দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, “সন্দীপ ঘোষের মতো মানুষের বাড়িতে গেলে এক ঘণ্টা অপেক্ষা করতে হবে না। দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন না। দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকুন। এদের মতো লোকেদের দরজা ভেঙে ঢুকতে হবে।”
উল্লেখ্য, রবিবার ভোর ৬টা ৪৫ মিনিট নাগাদ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যান সিবিআই কর্তারা। মোট সাতজনের সিবিআই টিম গিয়েছেন। তবে দীর্ঘক্ষণ ধরে তাদের বাড়ির বাইরেই অপেক্ষা করতে হয় তাঁদের। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা পর, সকাল ৮টা নাগাদ দরজা খোলেন খোদ সন্দীপ ঘোষ। কার্যত অবাক চোখেই তিনি তাকিয়ে থাকেন কিছুক্ষণ। এরপর আবার ভিতরে চলে যান। ৫ মিনিট পর সিবিআইয়ের দুই আধিকারিক এলে দরজা খোলেন সন্দীপ ঘোষ। বাড়িতে ঢুকতে পারেন সিবিআই আধিকারিকরা।