
কলকাতা: ভেঙে ফেলা হল প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন। এই ঘটনা দুর্ভাগ্যজনক বলে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। অবনীন্দ্রনাথের বাড়ি ভেঙে ফেলা মানে বাঙালির সাংস্কৃতিক চেতনাকে আঘাত করাকেই বোঝানো হয়েছে বলে লিখেছেন সুকান্ত।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য ছিলেন। তাঁর ছেলে অলকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বাড়ি করেছিলেন। সেই বাড়িতে বেশ কিছুদিন ছিলেন অবনীন্দ্রনাথ। তাঁর নামানুসারেই শান্তিনিকেতনের ওই জায়গার নাম হয় ‘অবনপল্লী’। সেই ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত ‘আবাস’ নামক বাড়িটি ভেঙে ফেলা হয়েছে বলে দাবি সুকান্তর।
এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও অবনীন্দ্রনাথের এই বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল। জানা যাচ্ছিল তৈরি হবে বহুতল। পরবর্তীতে বিষয়টি সংবাদ মাধ্যম খবর করতেই বোলপুর পুরসভা উদ্যোগ নেয়। শিল্পীর বাড়ি ভাঙাভাঙি বন্ধ হয়। এরপর সুকান্ত মজুমদার আজ মঙ্গলবার জানালেন অবনীন্দ্রনাথের বাড়ি ভেঙে ফেলা হয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি লিখেছেন, “এটা কি নিছকই একটি বাড়ি ভাঙা? না, এটা ইতিহাসকে ধ্বংস করা, একটি স্মৃতিকে অপমান করা, সর্বোপরি বাঙালি জাতিসত্ত্বার আত্মপরিচয় মুছে দেওয়ার অপচেষ্টা।” তিনি এও লিখেছেন, অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ‘ভারতমাতার’ চিত্র আমাদের জাতীয় পরিচয়কে রূপদান করেছিল।
শান্তিনিকেতনে বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এবং বিশিষ্ট লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলা হলো। এই চূড়ান্ত দুর্ভাগ্যজনক ঘটনা শুধুমাত্র একজন শিল্পীর স্মৃতি ধ্বংস করে দেওয়া নয়, সমগ্র বাঙালি জাতির সাংস্কৃতিক চেতনার উপর আঘাত!
ইনিই হলেন সেই অবনীন্দ্রনাথ ঠাকুর, যাঁর অঙ্কিত… pic.twitter.com/saZIRPSde8
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 3, 2025