Sukanta Majumdar: শ্যামাপ্রসাদ না থাকে আমি-মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব পাকিস্তানে উদ্বাস্তু হয়ে ঘুরতাম: সুকান্ত
Sukanta Majumdar: সুকান্তর অভিযোগ, বাঙালিকে শিখতে দেওয়া হয়নি যোগেনবাবুর বিষয়ে। তাঁর দাবি, যোগেনবাবুর রেজিগনেশন লেটার স্কুলে স্কুলে পড়ানো দরকার। তাঁর জীবনি পুরো ইতিহাস থেকে হাওয়া। তিনি আরও বলেন, "অদ্ভুত ইতিহাস আমাদের। আমি তো ক্লাস টেন অবধি পশ্চিমবঙ্গ সরকারের ইতিহাস পড়েছি। যোগেন মণ্ডলের নামই জানতাম না আমি।"

কলকাতা: রবিবার রাম-নবমী। তারপর আজই বিজেপির প্রতিষ্ঠা দিবস। এদিন বিজেপির মুরলীধর সেন স্ট্রিটের পার্টি অফিস থেকে হিন্দুত্বের পক্ষে আরও একবার সওয়াল করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এ দিন সুকান্ত বলেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে এ বাংলায় তিনি বা মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় আসতে পারতেন না। হয়ত তাঁদের উদ্বাস্তু হয়ে ঘুরে বেড়াতে হত। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমি বা মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব পাকিস্তানে মার খেয়ে পিঠ বাঁচাতে বাঁচাতে উদ্বাস্তু হয়ে মোঘলসরাই বা কোনও বস্তিতে স্থান নিতাম।” বিজেপি সাংসদের দাবি, বাঙালিকে বুঝতেই দেওয়া হয়নি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কী রোল ছিল, কেন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হল।
অতীতের ইতিহাসও এ দিন তুলে ধরেছেন সুকান্ত। বলেন, “আমাদের যোগেনচন্দ্র মণ্ডল জিন্নার মন্ত্রীসভায় আইনমন্ত্রী হয়েছিলেন। সেই সময় বলাও হয়েছিল মুসলিম আর দলিতরা কাঁধে কাধ মিলিয়ে বন্ধুত্ব করে থাকব। কী হল উচ্চবর্ণের হিন্দুরা পূর্ব পাকিস্তান ছেড়ে এখানে চলে এল। ভোলাদ্বীপে তফশিলি নারীরা ধর্ষিত হলেন। যোগেনবাবু পালিয়ে আসেন মন্ত্রীত্ব ছেড়ে।”
সুকান্তর অভিযোগ, বাঙালিকে শিখতে দেওয়া হয়নি যোগেনবাবুর বিষয়ে। তাঁর দাবি, যোগেনবাবুর রেজিগনেশন লেটার স্কুলে স্কুলে পড়ানো দরকার। তাঁর জীবনি পুরো ইতিহাস থেকে হাওয়া। তিনি আরও বলেন, “অদ্ভুত ইতিহাস আমাদের। আমি তো ক্লাস টেন অবধি পশ্চিমবঙ্গ সরকারের ইতিহাস পড়েছি। যোগেন মণ্ডলের নামই জানতাম না আমি। পরে বড় হলাম বই পড়তে শুরু করলাম জানলাম ওঁর নাম। বাঙালিকে ইতিহাস জানতে দেওয়া হয়নি।”





