Sukanta Majumdar on Mamata: মমতা স্ট্রিট ফাইটার, মানলেন সুকান্ত, মুখ খুললেন ‘ভাবমূর্তি’ নিয়ে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 02, 2023 | 6:04 PM

Sukanta Majumdar on Mamata: রাজনীতিতে তৃণমূল সুপ্রিমোর উত্থান সম্পর্কে অবহিত বাংলার মানুষ। বিরোধী হিসেবে তাঁর লড়াইও দেখেছে বাংলা। প্রশ্ন ওঠে, মমতাকে টেক্কা দেওয়ার মতো কোনও নেতা বা নেত্রী কি আছে বঙ্গ বিজেপিতে?

Sukanta Majumdar on Mamata: মমতা স্ট্রিট ফাইটার, মানলেন সুকান্ত, মুখ খুললেন ভাবমূর্তি নিয়ে
মমতা প্রসঙ্গে সুকান্ত
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিজেপি রাজ্য সভাপতি হিসেবে তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে নেতিবাচক কথা বলতেই শোনা যায় সুকান্ত মজুমদারকে। তবে তৃণমূল সুপ্রিমো যে মাঠে নেমে লড়াই করতে পারেন, সে কথা মেনে নিতে আপত্তি নেই তাঁর। TV9 বাংলার মুখোমুখি হয়ে মমতাকে ‘স্ট্রিট ফাইটার’ বলতে রাজি হলেও মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নিয়ে সমালোচনা করতে ছাড়লেন না তিনি।

রাজনীতিতে তৃণমূল সুপ্রিমোর উত্থান সম্পর্কে অবহিত বাংলার মানুষ। বিরোধী হিসেবে তাঁর লড়াইও দেখেছে বাংলা। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখন সরাসরি লড়াই বিজেপির। তাই প্রশ্ন ওঠে, মমতাকে টেক্কা দেওয়ার মতো কোনও নেতা বা নেত্রী কি আছে বঙ্গ বিজেপিতে? এই প্রশ্নে সুকান্তর দাবি, বিজেপি ব্যক্তি নির্ভর দল নয়। ব্যক্তি নির্ভর হওয়ার দরকারও নেই।

তাই যদি হয়, তাহলে মোদীর মুখ দিয়েই বঙ্গ বিজেপি সব প্রচার করে থাকে কেন? সুকান্তর উত্তর, “মোদী আমাদের প্রধানমন্ত্রী। গোটা বিশ্ব তাঁকে সবথেকে সফল প্রধানমন্ত্রী বলে উল্লেখ করছে। কোনও ব্যক্তি নয়, মোদী আদর্শের পুঞ্জিভূত রূপ।”

মমতার মাঠে নেমে লড়াই করার ক্ষমতাকে মান্যতা দিলেও তাঁর ‘লার্জার দ্যান লাইফ’ ভাবমূর্তি নিয়ে সমালোচনা করেছেন সুকান্ত। তিনি বলেন, “মমতাকে লড়তে হয়েছে। লার্জার দ্যান লাইফ ভাবমূর্তি তৈরি করতে হয়েছে। তার জন্য অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলতে হয়েছে। এখন সে সব ধরা পড়ে যাচ্ছে।” তৃণমূলের সমালোচনা করে সুকান্ত বলেন, “যে দলের আদর্শ নেই, গঠনতন্ত্র নেই। সেই দলকে ব্যক্তি নির্ভর হতে হয়। তাদের অনেক ভনিতা করতে হয়। আমাদের দলের ব্যক্তি নির্ভর হওয়ার দরকার নেই।”

Next Article