Sukanta Majumder: শমীক সভাপতি, এবার শুভেন্দুর উল্টো সুরে সুকান্ত?

Sukanta Majumder: এবার শমীকের সুরেই বহুত্ববাদের পক্ষে সওয়াল করলেন সুকান্ত। তিনি বললেন, "সবকা সাথ, সবকা বিকাশেই আমরা বিশ্বাসী। যাঁরা আমাদের ভোট দেন না দেন, কোনও অসুবিধা নেই। নরেন্দ্র মোদীর ফ্রিতে রেশন তাঁদের কাছে পৌঁছবেই। নরেন্দ্র মোদীর বিকাশের মডেল সবার জন্য।"

Sukanta Majumder: শমীক সভাপতি, এবার শুভেন্দুর উল্টো সুরে সুকান্ত?
সুকান্ত মজুমদারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 14, 2025 | 1:52 PM

কলকাতা: ছাব্বিশের নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে সংখ্যালঘু ভোট মারাত্মক ফ্যাক্টর হবে, শাসক-বিরোধী উভয় পক্ষের কাছেই। এই ভোট কোন দিকে যাবে, কোনও রাজনৈতিক দল কী স্ট্র্র্যাটেজি নেবে, প্রশ্ন উঠছে। তার মধ্যে বিজেপি অন্দরেই চলছে অন্য সমীকরণ। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উল্টো সুর শোনা গেল বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতে। নতুন দায়িত্ব পেয়েই শমীক ভট্টাচার্য়্য বহুত্ববাদের পক্ষে সওয়াল করেছিলেন। এবার শমীকের সুরেই বহুত্ববাদের পক্ষে সওয়াল করলেন সুকান্ত। তিনি বললেন, “সবকা সাথ, সবকা বিকাশেই আমরা বিশ্বাসী। যাঁরা আমাদের ভোট দেন না দেন, কোনও অসুবিধা নেই। নরেন্দ্র মোদীর ফ্রিতে রেশন তাঁদের কাছে পৌঁছবেই। নরেন্দ্র মোদীর বিকাশের মডেল সবার জন্য।”

বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়ে ঠিক এই কথাটা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন শমীক। তিনি বলেছিলেন, “বিজেপির লড়াই কোনও সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, তবে আমরা লড়াই করছি, তাদের বিরুদ্ধে, যাদের বাড়ির ছেলেরা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। ঘুরছে মুসলমান, মারছে মুসলমান, কারা এই অবস্থা তৈরি করল? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দুূরে থাকছেন, যদি বিজেপিকে অচ্ছুত মনে করেন, ভোট দেবেন না। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন, গত তিন বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে, তার মধ্যে মুসলমানের সংখ্যা কত?”

যদিও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, “সংখ্যালঘুরা যে আমাকে ভোট দেননি, সেটা কঠিন বাস্তব। ১ লক্ষ ১০ হাজার ভোটের মধ্যে ১ লক্ষ ৯ হাজার ৬০০ হিন্দুর ভোট পেয়েছি। আমি যে অন্যদের ভোট চাই না, তাই নয়। পাই না, এটাই কঠিন বাস্তব।”