Sukanta Majumder: ‘মাসেরগড়, হিজলতলা, শিউলিতলা থেকে মুখে কাপড় বেঁধে লোক এসে বাড়ি ভেঙেছে’, মুর্শিদাবাদের হিংসায় জায়গার নাম উল্লেখ করে বললেন সুকান্ত

Sukanta Majumder: অর্থাৎ তাঁর দাবি, প্রথমে যে বহিরাগত তত্ত্ব তুলে ধরা হয়েছিল, সেই তত্ত্ব খারিজ হয়েছে। মুর্শিদাবাদের হিংসা তদন্তে রাজ্য সরকারের তরফ থেকে একটি সিটও গঠন করা হয়েছে। কিন্তু সেই সিট এখনও কোনও রিপোর্ট দিতে পারেননি বলেও তুলে ধরেন সুকান্ত। সুকান্তর কথায়, "দাঙ্গাকারীদের বাঁচানোর চেষ্টা চলছে।"

Sukanta Majumder: মাসেরগড়, হিজলতলা, শিউলিতলা থেকে মুখে কাপড় বেঁধে লোক এসে বাড়ি ভেঙেছে, মুর্শিদাবাদের হিংসায় জায়গার নাম উল্লেখ করে বললেন সুকান্ত
মুর্শিদাবাদের হিংসা নিয়ে বললেন সুকান্ত মজুমদারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 21, 2025 | 1:02 PM

কলকাতা: মুর্শিদাবাদের হিংসায় মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্ব খারিজ। হাইকোর্টের তদন্ত কমিটির রিপোর্টকে হাতিয়ার করে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দারাই মুখ ঢেকে হামলা চালিয়েছে।

এ বিষয়ে সুকান্ত বলেন, “এই রিপোর্ট পরিস্কার বলছে, মাসেরগড়, হিজলতলা, শিউলিতলা, ডিগড়ি- সেখান থেকে স্থানীয় বাসিন্দারা এসেছিলেন, তাঁরাই বাড়িঘর ভাঙচুর করেছেন। তাঁরা গামছা-কাপড় দিয়ে মুখ ঢেকে এসেছিলেন।”

অর্থাৎ তাঁর দাবি, প্রথমে যে বহিরাগত তত্ত্ব তুলে ধরা হয়েছিল, সেই তত্ত্ব খারিজ হয়েছে। মুর্শিদাবাদের হিংসা তদন্তে রাজ্য সরকারের তরফ থেকে একটি সিটও গঠন করা হয়েছে। কিন্তু সেই সিট এখনও কোনও রিপোর্ট দিতে পারেননি বলেও তুলে ধরেন সুকান্ত। সুকান্তর কথায়, “দাঙ্গাকারীদের বাঁচানোর চেষ্টা চলছে।”

উল্লেখ্য, মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। হিংসা বিধ্বস্তদের সঙ্গে কথা বলেছেন। মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প করার পক্ষে সওয়াল তুলেছিলেন। সে সময়েই তিনি দাবি করেছিলেন, কারা আদতে হিংসা চালিয়েছে, সে তথ্য দ্রুত সামনে আসবে। এবার হাইকোর্টের রিপোর্টকে হাতিয়ার করেই রাজ্য সরকারকে বিঁধলেন তিনি।