Sukanta Majumder: ‘ওয়াকফ আইন নিয়ে ভুল প্রচার করা হচ্ছে’, তৃণমূল সাংসদকে বিঁধে আইনের ব্যাখ্যা দিলেন সুকান্ত

Sukanta Majumder: সুকান্ত বললেন, "ওয়াকফ আইনের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। মুসলিম সংগঠনগুলো ভুল প্রচার করছে, যে ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া হবে। কিচ্ছু তেমনটা হবে না। এই আইনে সে কথার উল্লেখই নেই।"

Sukanta Majumder: ওয়াকফ আইন নিয়ে ভুল প্রচার করা হচ্ছে, তৃণমূল সাংসদকে বিঁধে আইনের ব্যাখ্যা দিলেন সুকান্ত
সুকান্ত মজুমদারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 13, 2025 | 1:46 PM

কলকাতা:  তৃণমূলের এমপি-রা ওয়াকফ আইনের ভুল ব্যাখ্যা করছেন।  দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি, সাংসদ সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই ওয়াকফ আইন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ বাপি হালদার। তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত বললেন, ‘ভোটব্যাঙ্কের জন্য কী কতটা নীচে নামতে পারেন ওঁরা।’ সঙ্গে  ওয়াকফ আইনের ব্যাখ্যাও দিলেন।

সুকান্ত বললেন, “ওয়াকফ আইনের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। মুসলিম সংগঠনগুলো ভুল প্রচার করছে, যে ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া হবে। কিচ্ছু তেমনটা হবে না। এই আইনে সে কথার উল্লেখই নেই। ওয়াকফ সম্পত্তিটাকে আরও বেশি জুডিশিয়ালি কীভাবে ব্যবহার করা যায়, আরও কীভাবে খাতায় কলমে ব্যবহার করা যায়, তার ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তৃণমূল সাংসদকে বিঁধে সুকান্ত বলেন, “বাপি হালদারের মতো লোকেরা ভোটব্যাঙ্কের জন্য এসব করছেন। শুধুমাত্র ভোটব্যাঙ্কের জন্য কতটা নীচে নামতে পারে! আমার লজ্জা হচ্ছে। ও ডন নাকি? পুলিশি নিরাপত্তা সরিয়ে নিলে বাড়ি থেকে বেরনোর দম নেই, টেনে থাপ্পড় মারলে হাউ হাউ করে কাঁদতে থাকবে।”

এদিকে, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমের বক্তব্য, “যারা দুষ্কৃতী, তাদের কোনও রাজনৈতিক রং হয় না। দুষ্কৃতীদের দমন করতে পারে পুলিশই।”