কলকাতা: আচমকাই বিস্ফোরণ। কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা প্রথমে মনে করেছিলেন কোনও বোমা ফেটেছে। কিছুক্ষণের মধ্যে ভুল ভাঙে। দাউ দাউ করে জ্বলতে থাকে এলাকারই একটি বাড়ি। সরস্বতী পুজোর রাতে ৪১৫ নম্বর সুকান্তনগরে এক বাড়িতে ভয়াবহ আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে এলাকাবাসীরা আচমকাই ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। তার আগে একটা জোরে কিছু ফাটার শব্দ শুনতে পেয়েছিলেন। বাবু দে নামে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। আশপাশের বাড়ি থেকে বালতি, গামলা করে জলে এনে আগুন নেভাতে থাকেন। এদিকে, দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। অমিত দাস, দীপক দাস, বৃন্দাবন চক্রবর্তী, সত্য ও কমল দাস। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে। এলাকায় আতঙ্ক রয়েছে।