কলকাতা: প্রয়াত সুখেন্দুশেখর রায়ের স্ত্রী। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সুখেন্দু জায়া মহাশ্বেতা রায় দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। বুধবার রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল। তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দেন সাংসদ সুখেন্দুশেখর রায়। মনোনয়ন জমা দেওয়ার সময়েই তিনি তাঁর স্ত্রীর মৃত্যুর খবর জানতে পারেন। মনোনয়ন জমা দিয়েই দ্রুত বেরিয়ে যান সুখেন্দুশেখর রায়। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন সুখেন্দু শেখর রায়ের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন মহাশ্বেতা। গত কয়েকদিনে শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার সকালে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন সুখেন্দুশেখর। সে সময়েই বাড়ি থেকে ফোন আসে। স্ত্রীর মৃত্যুর খবর জানতে পেরে দ্রুত তিনি মনোনয়ন জমা দিয়ে চলে যান। তৃণমূল নেতৃত্বের তরফে শোকপ্রকাশ করা হয়েছে।