
কলকাতা: দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াই সর্ব পরিসরে জারি থাকবে, তাতে যদি মরেও যেতে হয়, কোনও অসুবিধা নয়। সোমবার একদিকে যখন চাকরিহারা সুমন বিশ্বাসকে ‘আটক’ করতে মরিয়া পুলিশ, সেই সময় এই মন্তব্যই করলেন আন্দোলনকারী।
এদিন এসএসসি ভবন অভিযানের জন্য় করুণাময়ী মেট্রো স্টেশনে নামতেই এক ব্যক্তি তাঁকে জাপ্টে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তিও হয়। কিন্তু সুমন সেই ঘেরটোপে ছেদ করে বেরিয়ে আসে। চলে ‘লুকোচুরি’। তাঁর অভিযোগ, কোনও রকম FIR, ওয়ারেন্ট ছাড়াই তাঁকে পুলিশ গ্রেফতার করার চেষ্টা করছে। এদিন তিনি বলেন, “আমাকে ঘুঁষি মারছে, কলার ধরছে, মোবাইল ভেঙে দিয়েছে। এখন ACP স্যর আমাকে ডাকলেন। আমি যাচ্ছি। হাইকোর্টের নির্দেশ রয়েছে আমাকে গ্রেফতার করতে পারবে না।”
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভেঙে পড়েন সুমন। তাঁকে সব সময় পুলিশি নজরদারিতে রাখা হয়েছে বলে অভিযোগ করেন চাকরিহারা শিক্ষক। সুমনের কথায়, “আমার বাড়িতে শয়ে শয়ে পুলিশ দিয়ে রেখেছে। আমার পরিবার বেরতে পারে না। আমি গতকাল ভরদুপুরে পালিয়ে এসেছি। প্রথমে ১০ কিলোমিটার হেঁটে এসেছি। তারপর সাইকেল চালিয়ে এসেছি। রাত থেকে কলকাতায় অলিতেগলিতে ঘুরে বেড়াচ্ছি। কিছু খাইনি। লুকিয়ে থেকেছি। কারণ বেরলেই পুলিশ ধরবে।”
কোনও প্রতিকূলতাই তাঁকে রুখতে পারবে না বলেও দাবি সুমনের। তাঁর কথায়, “আমার চাকরি গিয়েছে। অনেক কষ্টের চাকরি। আমি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবই। এসএসসি ভবন অভিযানে যোগ দেবই। তাতে যদি মরে যাই, আজকেই হোক আমার জীবনের শেষদিন।”