SIR Hearing: হোয়াটসঅ্যাপ দিয়ে যাচ্ছে নির্দেশ! তৃণমূলের করা মামলায় কমিশনকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট

Supreme Court SIR Hearing: কমিশনের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়ায় গাফিলতি এবং অনিয়মের অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদদের পক্ষের সওয়ালকারী। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চকে কপিল সিব্বল জানিয়েছেন, 'নির্বাচন কমিশন বেশির ভাগ নির্দেশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেয়।' যা প্রতিষ্ঠান-বিরোধী আচরণ বলেই দাবি তাঁর।

SIR Hearing: হোয়াটসঅ্যাপ দিয়ে যাচ্ছে নির্দেশ! তৃণমূলের করা মামলায় কমিশনকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট
প্রতীকী ছবিImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Jan 12, 2026 | 3:23 PM

নয়াদিল্লি: ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। সোমবার বাংলার দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেনের করা মামলার ভিত্তিতে এই পদক্ষেপ করেছে দেশের শীর্ষ আদালত। কিন্তু নোটিসে কোন প্রসঙ্গ তুলে ধরল বিচারপতিদের বেঞ্চ?

এদিন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে চলছিল এসআইআর শুনানি। সম্প্রতি রাজ্য়ে চলা নিবিড় পরিমার্জন প্রক্রিয়া নিয়ে আলাদা করে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। সেই ভিত্তিতেই সোমবার শুরু হয়েছিল শুনানি। সাংসদদের পক্ষে এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল।

কমিশনের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়ায় গাফিলতি এবং অনিয়মের অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদদের পক্ষের সওয়ালকারী। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চকে কপিল সিব্বল জানিয়েছেন, ‘নির্বাচন কমিশন বেশির ভাগ নির্দেশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেয়।’ যা প্রতিষ্ঠান-বিরোধী আচরণ বলেই দাবি তাঁর। শুধু তা-ই নয়, বাংলার বহু ভোটারকে অযৌক্তিক ভাবে চিহ্নিত করে শুনানিতে ডাকা হয়েছে বলেও অভিযোগ আইনজীবীর। তাঁর দাবি, ‘কমিশনের চিহ্নিত একাধিক যুক্তিযুক্ত অমিল বা Logical Discrepancy, আসলেই অযৌক্তিক বা Illogical।’।

আদালত সূত্রে খবর, কপিল সিব্বলের তুলে ধরা যুক্তির ভিত্তিতে কমিশনের কাছে জবাব চেয়েছে দেশের শীর্ষ আদালত। এই মর্মে একটি কমিশনের উদ্দেশে একটি নোটিস জারি করা হয়েছে। পাল্টা নির্বাচন কমিশন জানিয়েছে, জবাব দেওয়ার জন্য দু’সপ্তাহের সময় চায় নির্বাচন কমিশন। কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, এই সপ্তাহের মধ্যেই হলফনামা জমা দিতে হবে। পরবর্তী শুনানি আগামী সপ্তাহে।