Sandeshkhali Case: রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট, শুনানি হল না সন্দেশখালি মামলার
Sandeshkhali Case: বিকেল সাড়ে ৪টে শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু জরুরি ভিত্তিতে শুনানি হয়নি এদিন।
কলকাতা: অবিলম্বে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হোক সন্দেশখালি মামলার অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে। হাইকোর্ট সিআইডি-র থেকে মামলা হস্তান্তর করার নির্দেশ দেওয়ার পরই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। হাইকোর্ট রায় ঘোষণা করার আধঘণ্টার মধ্যেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। কিন্তু রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকেলে রাজ্য আবেদন করেছিল, জরুরি ভিত্তিতে শোনা হোক সন্দেশখালি মামলা। কারণ রাজ্যের হাতে সময় ছিল না বেশি। বিকেল সাড়ে ৪টে শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু জরুরি ভিত্তিতে শুনানি হয়নি এদিন।
জানা গিয়েছে, প্রধান বিচারপতির এজলাসে নথি জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। কবে মামলার শুনানি হবে, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে, সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে এই যুক্তিতে এদিন শেখ শাহজাহানকে হস্তান্তর করা হয়নি। সিবিআই অফিসাররা ভবানী ভবনে গেলেও তাঁদের খালি হাতে ফিরে যেতে হয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই ইস্যুতে ফের হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সিবিআই। সিআইডি আদালতের নির্দেশ অমান্য করে শেখ শাহজাহান কে হস্তান্তর করেনি, এটা জানাতেই আদালতে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ মঙ্গলবার নির্দেশ দেয় মামলা হস্তান্তরের। আদালতের পর্যবেক্ষণে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।