Survey Park: ফেসিয়াল করাতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে সাইকোলজির অধ্যাপক, গায়ে কাঁটা দেবে আপনার…

Survey Park: অধ্যাপক ঐশ্বর্য নাথ বলেন, "ফেসিয়াল করার সময়ে স্টিম দিতে গিয়েছিলেন ওই কর্মী। তখনই মুখে গরম জল ফেলে দেন। পাশের রুমেই আমার মা ফেসিয়াল করাচ্ছিল। ওই কর্মী তখন ওই ঘরের দরজা ঠেলে বলতে থাকেন, স্টিমার খারাপ আমাকে স্টিমার দাও। উনি আসলে ওনার নিজের দোষ ঢাকার চেষ্টা করছিলেন।"

Survey Park: ফেসিয়াল করাতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে সাইকোলজির অধ্যাপক, গায়ে কাঁটা দেবে আপনার...
বাঁ দিকে অধ্যাপকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 25, 2026 | 9:23 PM

কলকাতা: ফেসিয়াল করাতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে সাইকোলজির অধ্যাপক। ফেসিয়াল করার সময়ে মুখে গরম জল ফেলে দেওয়ার অভিযোগ অধ্যাপক ঐশ্বর্য নাথের। সার্ভে পার্কের একটি পার্লারের কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। থুতনি থেকে গলা পর্যন্ত অংশের চামড়া ঝলসে গিয়েছে।

ঠিক কী ঘটেছিল? 

অধ্যাপক ঐশ্বর্য নাথ বলেন, “ফেসিয়াল করার সময়ে স্টিম দিতে গিয়েছিলেন ওই কর্মী। তখনই মুখে গরম জল ফেলে দেন। পাশের রুমেই আমার মা ফেসিয়াল করাচ্ছিল। ওই কর্মী তখন ওই ঘরের দরজা ঠেলে বলতে থাকেন, স্টিমার খারাপ আমাকে স্টিমার দাও। উনি আসলে ওনার নিজের দোষ ঢাকার চেষ্টা করছিলেন।”

তিনি আরও বলেন, “আমার তখন মুখ জ্বলে যাচ্ছিল। ওনাকে বলা হয়েছিল, ওষুধের দোকান থেকে একটা ওয়েনমেন্ট এনে দিতে। তখন ও ওখানেই বসে পড়ে। বলতে থাকে, ওর থাকে টাকা নেই। ও কেন ওয়েনমেন্ট আনবে? কোনওরকম দায়িত্বই ছিল না। পার্লার কর্তৃপক্ষও কোনও দায় নিতে চায়নি।” তিনি বলেন, “আমি যদি কোনও পার্লারের মালিক হই, আমার দ্বারা কিংবা আমার কোনও কর্মীর দ্বারা যদি এই ধরনের ঘটনা হয়, তাহলে আমি নিজে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করব। তাঁকে হয় হাসপাতালে নিয়ে যেতাম, কিংবা তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করব। কিন্তু ওনাদের কারোর তরফেই এরকম কোনও উদ্যোগ ছিল না।” অধ্যাপক জানিয়েছেন, এখন তাঁর ক্ষতর একদমই প্রাথমিক স্তরে চিকিৎসা চলছে। ঘা শুকলো প্লাস্টিক সার্জারিও হতে পারে বলে চিকিৎসকরা তাঁকে জানিয়েছেন।