West Bengal Assembly Election 2021: ঠিক সমালোচনা করলে মাথা পেতে নিতে হবে, ব্রিগেডে বামকর্মীদের সূর্যবার্তা
নিজস্ব চিত্র

West Bengal Assembly Election 2021: ঠিক সমালোচনা করলে মাথা পেতে নিতে হবে, ব্রিগেডে বামকর্মীদের সূর্যবার্তা

sreejayee das |

Mar 01, 2021 | 4:52 PM

আমরা চাই কর্মসংস্থান বাড়ুক। এই বাংলায় দিন বদলাবে। আসন ভাগাভাগি নয়, মানুষের ঐক্যই শেষ কথা।

আসন ভাগাভাগি শেষ কথা নয়। ঐক্যই শেষ কথা বলবে। ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তাঁর কটাক্ষের সুর ‘ওদের গোটা দলটাই তো এখন বিজেপি হয়ে গিয়েছে।’ সূর্যকান্তের কথায়, “মানুষের খাদ্যের নিরাপত্তা দিতে হবে। মানুষের মুক্তির জন্য লড়াই। বন্ধ কারখানা খুলতে হবে। লেখাপড়া করে সব শেখায়নি। মানুষের থেকে শিখেছি। তাই মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করতে হবে। আমরা চাই কর্মসংস্থান বাড়ুক। এই বাংলায় দিন বদলাবে। আসন ভাগাভাগি নয়, মানুষের ঐক্যই শেষ কথা।”

 

Published on: Feb 28, 2021 02:49 PM