
কলকাতা: সোমবার দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন তৃণমূলের নিলম্বিত (সাসপেন্ড) বিধায়ক হুমায়ুন কবীর। প্রকাশ করলেন ইস্তেহার। সঙ্গে একগুচ্ছ আসনে প্রার্থী দিলেন হুমায়ুন। প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ‘ধর্মীয় মেরুকরণের’ অভিযোগ তুলেছে তৃণমূল শিবির।
৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদ শিলান্য়াসের পূর্বে ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘আমি কিংবা আমার দল, এই গোটা বিষয়টিকে সমর্থন করে না। আমরা ধর্মনিরপেক্ষ চিন্তা ধারায় বিশ্বাসী।’ সোমবার হুমায়ুন যখন সেই সকল ‘বাধা’ সরিয়েই নিজের দল তৈরি করলেন, সেই সময় তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্য়োপাধ্য়ায় কলকাতা থেকেই দিলেন বড় বার্তা। অবশ্য় হুমায়ুনের প্রসঙ্গে তিনি টেনে তুলে আনেননি। বরং দুষেছেন বিজেপিকেই।
এসআইআর নিয়ে বিএলএ-দের সঙ্গে আলোচনায় তৃণমূল সুপ্রিমো বললেন, ‘বিজেপি টাকা দিয়ে আপনাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। আপনারা সঙ্ঘবদ্ধ হন।’ ওয়াকিবহাল মহলের মতে, মমতার এই বার্তার দু’টি দিক রয়েছে। এক এসআইআর, দুই হুমায়ুনকে এড়িয়ে বিজেপির দিকে দায়।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভার সূচনা পর্বে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের প্রসঙ্গ টেনে বিজেপিকে কাঠগড়়ায় দাঁড় করান মমতা। বলেন, ‘নির্বাচনের দু’মাস আগে মানুষের গণতন্ত্র কেড়ে নেওয়ার চক্র চলছে। ইতিমধ্য়ে ৪৬ জন মারা গিয়েছেন। মতুয়াদের, সংখ্য়ালঘু, আদিবাসীদের ভোট কেড়ে নেওয়া হচ্ছে।’
তবে সভা শেষ হওয়ার আগে সেই মতুয়া-সংখ্য়ালঘু-আদিবাসীদের আশ্বাস দিয়েছেন তিনি। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘এখনও বলছি বাংলায় মতুয়া থেকে যাঁরা রয়েছেন, তাঁদের কোনও ভয় নেই। তফসিলি, আদিবাসী— সবাই সঙ্ঘবদ্ধ হন।’