কলকাতা: এসএসসি, গরু, কয়লাকাণ্ডে যদি তাঁর বিরুদ্ধে এতটুকু অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে তিনি নিজে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করবেন। আরও একবার এই কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একইসঙ্গে তিনি অভিযোগ তোলেন, কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর সঙ্গে ফোনে কথা হয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। অভিষেক বলেছেন, ‘শুভেন্দু অধিকারীর ক্ষমতা আছে বিনয় মিশ্রর সঙ্গে কথা বলেননি, সেকথা বলার? শুভেন্দু অধিকারী বুক ঠুকে দায়িত্ব নিয়ে বলুক, তিনি যদি বিনয় মিশ্রর সঙ্গে কথা বলে থাকেন এবং যদি কেউ প্রমাণ দিতে পারেন, তাহলে তিনি মৃত্যুবরণ করবেন। একবার নয়, দুইবার কথা বলেছেন। যখন ক্লিপ প্রকাশ হবে, দুটি ক্লিপ প্রকাশ হবে।’ অভিষেকের এই দাবি নিয়ে এবার পাল্টা দিয়েছেন শুভেন্দুও।
অভিষেকের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতার বক্তব্য, তাঁর ফোন নম্বর সকলের জানা। সেই ফোন নম্বরের সঙ্গে যে কথা হয়েছে, তা প্রকাশ করার পাল্টা চ্যালেঞ্জ দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, ‘একটি ফোনের সঙ্গে অন্য ফোন নম্বরের কথা হলে, দুটি নম্বরই প্রকাশ করতে হবে। নাহলে ধরে নেব উনি টাকা দিয়ে মিমিক্রি করিয়েছেন কাউকে দিয়ে।’ সেই সঙ্গে শুভেন্দুর আরও সংযোজন, ‘ওনার অনেক টাকা আছে। অতএব দুই-চার লাখ টাকা খরচ করলে মিমিক্রি করে, যে কারও গলা নকল করা যাবে। কিন্তু আমার ফোন নম্বরে কথা হয়েছে যদি শোনান, তাহলে আমি উত্তর দেব।’
প্রসঙ্গত, এর আগেও বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দুর কথা হওয়ার বিষয়ে অভিযোগ তুলেছিলেন অভিষেক। কয়লাকাণ্ড সংক্রান্ত মামলায় ইডির ৭-৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক বলেছিলেন, বিনয়ের সঙ্গে আট মাস আগেই কথা হয়েছিল শুভেন্দুর। সেই ক্লিপও যে অভিষেকের কাছে রয়েছে, সেই দাবিও করেছিলেন তখনই। সেই সময়েও শুভেন্দু চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, তাঁর ফোন নম্বর সহ অডিয়ো ক্লিপ প্রকাশ করতে। বলেছিলেন, ‘যদি আমার ফোন নম্বর-সহ অডিয়ো ক্লিপ প্রকাশ করতে না পারেন, তা হলে ধরে নেব, গলা নকল করিয়ে ওই অডিয়ো ক্লিপ তৈরি হয়েছে।’