Suvendu Adhikari: টিভিতে শুভেন্দুর বক্তৃতা শুনে প্রশংসা করলেন বোস!

BJP: শুভেন্দু অধিকারী বলেন, টেলিভিশনে এদিন বিধানসভার বক্তব্য রাজ্যপাল শুনেছেন। বিরোধী দলনেতার বক্তব্যের প্রশংসাও করেছেন। এদিন ৬০-এর বেশি বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: টিভিতে শুভেন্দুর বক্তৃতা শুনে প্রশংসা করলেন বোস!
রাজ্যপাল সিভি আনন্দ বোস ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 6:54 PM

কলকাতা: বাংলা দিবস হিসাবে ১ বৈশাখের সমর্থনেই প্রস্তাব পাশ বিধানসভায়। এদিকে বিজেপিও ২০ জুন নিয়ে অনড়। বৃহস্পতিবার এ নিয়ে রাজভবনে একটি স্মারকলিপি দেয় বিজেপির পরিষদীয় দল। সেখান থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, টেলিভিশনে এদিন বিধানসভার বক্তব্য রাজ্যপাল শুনেছেন। বিরোধী দলনেতার বক্তব্যের প্রশংসাও করেছেন। এদিন ৬০-এর বেশি বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, লিখিতভাবে নিজেদের বক্তব্য জানিয়েছেন রাজ্যপালকে। শুভেন্দুর দাবি, রাজ্যপাল জানিয়েছেন, দেশের রাষ্ট্রপতি ২০ জুনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন। ফলে এখানে আর কোনও তর্ক বিতর্কের অবকাশই নেই।

রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যপাল বলেছেন, দেশের সাংবিধানিক প্রধান দ্রৌপদী মুর্মু তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল (বর্তমানে এক্স হ্যান্ডেল) থেকে ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করে পশ্চিমবঙ্গের লোককে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের কারও ক্ষমতা নেই দেশের রাষ্ট্রপতিকে অপমান করার। সুতরাং বিষয়টা এখানেই শেষ। দ্বিতীয়ত স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিভিন্ন রাজভবনে যে ক্যালেন্ডার এসেছে তাতে ২০ জুন ১৯৪৭ আছে। সুতরাং ম্যাটার ক্লোজড। এটাকে বদলে দেওয়ার ক্ষমতা কারও নেই।”

এদিন বিধানসভা অধিবেশনে বাংলা দিবস হিসাবে ১ বৈশাখের প্রস্তাব উঠতেই শুরু হয় তরজা। শুভেন্দু অধিকারী বলেন, “২০ জুন পশ্চিমবঙ্গ দিবস প্রমাণিত সত্য। কোনও রেজোলিউশন নিয়ে তা বদল করা সম্ভব নয়।” এ প্রসঙ্গে শুভেন্দু তুলে আনেন বঙ্গ নাম প্রসঙ্গও। যা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, “কাল যখন ক্ষমতা থেকে উল্টোবেন তখন আমরা এটাকে করে দেবো।” এদিন শুভেন্দু অধিকারী বলেন, “শুধু একসঙ্গে লোকসভা বিধানসভার ভোটটা হতে দিন। ২৬ অবধি যেতে হবে না। ২৪-এই ওপাং ওপাং ঝপাং। আমরা সবাই ড্যাং ড্যাং।”