কলকাতা: কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ারদের অ্যাড হক বোনাস দেওয়ার জন্য নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। সেই নির্দেশের প্রতিলিপি সামনে এনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশ্ন, যদি পুজোর সময়ে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৈষম্য ফারাক না থাকলে কেন এখন বকেয়া বোনাস? শুভেন্দু অধিকারীর দাবি, তিনি কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের বোনাসের ফারাকের কথা পুজো পর্বে বলাতে মুখ্যমন্ত্রী বলেছিলেন অপ্রচার। আজ প্রমাণিত যে সেদিন মুখ্যমন্ত্রী মিথ্যা বলেছিলেন।
এদিন টুইটে শুভেন্দু লেখেন, ‘আমি যখন টুইট করেছিলাম যে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা পুজোর বোনাস পাবে পাঁচ হাজার তিনশো টাকা করে আর পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়াররা পুজোর বোনাস পাবে দু হাজার টাকা করে তখন তো মাননীয়া বড় গলা করে বলেছিলেন যে অপপ্রচার করা হচ্ছে ইত্যাদি।’ এরপরই তাঁর স্পষ্ট প্রশ্ন, ‘তখন যদি কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের সম পরিমান বোনাস দিয়েছিলেন তাহলে আজ বকেয়া মেটানোর প্রয়োজন হচ্ছে কেন?’ শুভেন্দুর এই টুইট নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। শুভেন্দুর দাবি, সেই সময় মিথ্যা কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই এখন প্রমাণ হয়ে গিয়েছে।
ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না !!!
আমি যখন টুইট করেছিলাম যে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা পুজোর বোনাস পাবে “পাঁচ হাজার তিনশো” টাকা করে আর পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়াররা পুজোর বোনাস পাবে “দু হাজার টাকা” করে তখন তো মাননীয়া বড় গলা করে বলেছিলেন যে অপপ্রচার করা… https://t.co/WtzG2OhanT pic.twitter.com/fyw1xvHJGj
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 4, 2024
লোকসভা ভোটের জন্য এই বোনাস দিয়ে সিভিক ভলান্টিয়ারদের মানভঞ্জন করার চেষ্টা বলে দাবি শুভেন্দুর। খোঁচা দিয়ে তাঁর প্রশ্ন, “পুজোর বোনাস মানুষ পুজোর সময়ে খরচ করে, অসময়ের প্রাপ্তি দিয়ে কি পুজোর আনন্দ উপভোগ করা যায়?”