কলকাতা: রাজভবনের গেটের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি। ব্যারিকেডে আটকে দেওয়া হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। বৃহস্পতিবার বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু। ওই কর্মীরা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বলে দাবি করেন শুভেন্দু। কিন্তু তাঁদের নিয়ে প্রবেশ করতে পারলেন না রাজভবনে।
লোকসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসের অভিযোগ উঠেছে। সেই কারণেই অনেকে বাড়ি ফিরতে পারছেন না। এমন অভিযোগ তুলে ২০০ জনকে সঙ্গে নিয়ে এদিন বিকেলে রাজভবনে যান শুভেন্দু। এদিন দুপুরেই এক্স মাধ্যমে রাজভবন যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তিনি পৌঁছনোর আগে থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় রাজভবন।
শুভেন্দুর দাবি, রাজভবনের অনুমতি থাকা সত্ত্বেও প্রবেশ করতে দেওয়া হয়নি আক্রান্তদের। রাজভবনের বেশ কিছুটা আগেই পুলিশ আটকে দেয় শুভেন্দুর কনভয়। দীর্ঘক্ষণ গাড়িতেই অপেক্ষা করতে হয় বিরোধী দলনেতাকে। সেখান থেকেই রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেন তিনি।
এতটাই কড়া ঘেরাটোপে রাজভবন ঘিরে ফেলা হয়েছিল যে স্বাভাবিক যান চলাচলও বিপর্যস্ত হয় এদিন। প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করার পর গাড়ি থেকে নেমে এগিয়ে যান শুভেন্দু। কিন্তু কোনও অবস্থাতেই তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি রাজভবনে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “আমি একজন বিরোধী দলনেতা। আমাকে ১ ঘণ্টা ধরে আটকে রাখা হয়েছে। এই দৃশ্য আগে কখনও দেখা যায়নি। এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি।” তিনি স্পষ্ট জানান, রাজভবনের ওএসডি তাঁকে জানিয়েছিলেন, রাজ্যপাল আক্রান্তদের সঙ্গে দেখা করতে চান। তারপরও ঢুকতে পারলেন না তিনি।