Suvendu Adhikari: বিজেপিকে আটকাতে হবে এই মানসিকতা বদলেছে সংখ্যালঘুদের, বৈঠকে বললেন শুভেন্দু: সূত্র

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 28, 2023 | 10:50 PM

Suvendu Adhikari: বিদ্যাসাগরে মূর্তি ভাঙচুরের ঘটনা না ঘটলে এবং তৃণমূল তা নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার না করলে, এই কেন্দ্রে বিজেপি জিততে পারত বলে মনে করছেন শুভেন্দু।

Suvendu Adhikari: বিজেপিকে আটকাতে হবে এই মানসিকতা বদলেছে সংখ্যালঘুদের, বৈঠকে বললেন শুভেন্দু: সূত্র
বিজেপির উত্তর কলকাতা জেলার কার্যকারিণী বৈঠক

Follow Us

কলকাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি (Bengal BJP)। শনিবার উত্তর কলকাতা জেলা সংগঠনের কার্যকারিণী বৈঠক ছিল। বিজেপির রাজ্য অফিসের উল্টোদিকে মহেশ্বরী ভবনে বৈঠকের আয়োজন হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। সেখানে উত্তর কলকাতা লোকসভা আসন জিততে বিশেষ দাওয়াই দিলেন শুভেন্দু। রাজ্যে মুসলিম ভোটব্যাঙ্ক দীর্ঘদিন ধরে বিজেপির জন্য একটি বড় চিন্তার কারণ। এই উত্তর কলকাতা এলাকাতেও একটি বড় অংশের মুসলিম ভোটব্যাঙ্ক রয়েছে। আগামী লোকসভা ভোটে উত্তর কলকাতা জেতার বিষয়ে বিজেপি যথেষ্টই আশাবাদী। শুভেন্দুর মতে, উত্তর কলকাতায় বিজেপি বেশ ভাল জায়গায় রয়েছে।

বিদ্যাসাগরে মূর্তি ভাঙচুরের ঘটনা না ঘটলে এবং তৃণমূল তা নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার না করলে, এই কেন্দ্রে বিজেপি জিততে পারত বলে মনে করছেন শুভেন্দু। দলীয় সূত্রে খবর, এদিনের বৈঠকে সেই কথাই জানিয়েছেন বিরোধী দলনেতা। পাশাপাশি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যেও একটি ইতিবাচক দিক দেখা যাচ্ছে। বিজেপিকে আকটাতে হবে, এই মানসিকতা অনেকটা বদল হয়েছে সংখ্যালঘুদের একাংশের মধ্যে। দলীয় সূত্রে খবর, বৈঠকে এমনই মত জানিয়েছেন শুভেন্দু। যদিও তিনি এও সতর্ক করে দিয়েছেন যে তার মানে যেন এমন ভাবা না হয় সংখ্যালঘুরা দলে দলে বিজেপিকে ভোট দেবে। উত্তর কলকাতার সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে বিজেপির দিকে টানার জন্য কী করণীয়, সেই বার্তাও দিয়েছেন শুভেন্দু। বলেছেন, ‘সংখ্যালঘুদের মধ্যে গরিব অংশের সঙ্গে কথা শুরু করুন। লোকাল ইস্যুতে জোর দিন।’

এর পাশাপাশি নিয়মিত কার্যালয় খোলারও নির্দেশ দিয়েছেন শুভেন্দু। সঙ্গে মণ্ডলভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার কথাও বলেছেন তিনি। উত্তর কলকাতা জয়ে শুভেন্দুর দাওয়াই, ‘লোকসভা ভিত্তিক ১০ হাজার কর্মী প্রস্তুত করতে হবে । এই সংখ্যা বাড়াতে পারলে এই আসনটি আমরা পাব।’

Next Article