Suvendu Adhikari: জরুরি পরিস্থিতি, হঠাৎ দিল্লি উড়ে গেলেন শুভেন্দু! কোন বড় সিদ্ধান্তের পথে?

Pradipto Kanti Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 06, 2024 | 1:25 PM

Suvendu Adhikari: কেন, কী কারণ, সে বিষয়ে দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের কাছে কিছুই খোলসা করলেন না তিনি। সূত্রের খবর, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতেই দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: জরুরি পরিস্থিতি, হঠাৎ দিল্লি উড়ে গেলেন শুভেন্দু! কোন বড় সিদ্ধান্তের পথে?
শুভেন্দু অধিকারী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  প্রতিবেশী দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। জ্বলছে গোটা দেশ। এই পরিস্থিতিতে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। এরই মধ্যে আচমকা দিল্লি উড়ে গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন, কী কারণ, সে বিষয়ে দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের কাছে কিছুই খোলসা করলেন না তিনি। সূত্রের খবর, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতেই দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী।

গত কয়েকদিনের বাংলাদেশের যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে উদ্বিগ্ন ভারত প্রশাসনও। এই পরিস্থিতিতে গত সোমবার বিধানসভার বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। আপনারা তৈরি থাকুন। আমি তো তৈরি আছি। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলব, কেন্দ্রের সঙ্গে কথা বলুন।”

শেখ হাসিনা দেশ ছাড়তেই ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাংলার প্রত্যেকটি সীমান্তে চলছে কড়া নজরদারি। বাংলাদেশে বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি। পুড়ছে থানা-হোটেল, যথেচ্ছ হামলা, পিটিয়ে মারার ঘটনা ঘটছে। সূত্র মারফত খবর, সোমবার সকাল থেকে রাত পর্যন্ত অন্ততপক্ষে ১০৯ জনের মৃত্যু হয়েছে।  এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুরাই অত্যন্ত আতঙ্কিত।  শুভেন্দু অধিকারীর হঠাৎ করেই দিল্লি উড়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলেও একটি শোরগোল তৈরি হয়েছে।

Next Article