Suvendu Adhikari on Sayantika Banerjee: বাজেট অধিবেশনের শুরুতেই সায়ন্তিকাদের নিয়ে চিঠি দিলেন শুভেন্দু, কী লেখা তাতে?

Suvendu adhikari: প্রসঙ্গত, সায়ন্তিকা ও রেয়াতদের শপথ নিয়ে কম জলঘোলা হয়নি। পরবর্তীতে রাজ্যপাল নির্দেশ দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শপথ বাক্য পাঠ করানোর জন্য। তবে তাতে তিনি রাজি হননি। স্পিকারের উপস্থিতিতে কীভাবে ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ করাতে পারেন?

Suvendu Adhikari on Sayantika Banerjee: বাজেট অধিবেশনের শুরুতেই সায়ন্তিকাদের নিয়ে চিঠি দিলেন শুভেন্দু, কী লেখা তাতে?
চিঠি দিলেন শুভেন্দুImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 10, 2025 | 4:46 PM

কলকাতা: ফের একবার উস্কে গেল শপথ বিতর্ক ইস্যু। বরাহনগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেনের শপথ নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শপথ বিতর্কে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। সাংবিধানিক প্রধানের নির্দেশকে অগ্রাহ্য করে শপথ নিয়েছেন তৃণমূলের এই দুই তৃণমূল বিধায়ক। বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশ নিতে হবে দাবি তুলেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, সায়ন্তিকা ও রেয়াতদের শপথ নিয়ে কম জলঘোলা হয়নি। পরবর্তীতে রাজ্যপাল নির্দেশ দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শপথ বাক্য পাঠ করানোর জন্য। তবে তাতে তিনি রাজি হননি। স্পিকারের উপস্থিতিতে কীভাবে ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ করাতে পারেন? সেই নিয়ে প্রশ্ন তোলেন আশিস। একপ্রকার রাজ্যপালের নির্দেশ অমান্য করেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠ করান বিধায়কদের।

এরপর সোমবার বাজেট অধিবেশনের পূর্বে রাজ্যপাল বোসকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, “সংবিধানের বাইরে গিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এই দুজন সদস্য ও সদস্যাকে বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশগ্রহণের ব্যবস্থা করে ত্রুটি মুক্ত করা হোক। রাজ্যপালের নির্দেশ অমান্য করা হয়েছে। আমি সংবিধানের নিয়ম তুলে ধরে রাজ্যপালকে চিঠি দিয়েছি। আসা করব মাননীয় স্পিকার এই ত্রুটি মুক্ত করবেন। নয়ত এর পরিণাম তাঁকেই ভুগতে হবে।” প্রসঙ্গত, আজ সোমবার বেলা দুটোয বিধানসভায় বক্তৃতা রাখেন রাজ্যপাল। তাঁর বক্তৃতার মধ্যে দিয়ে শুরু হয় বিধানসভার বাজেট অধিবেশন।