Suvendu Adhikari: ‘জম্মু যান, কাশ্মীর যাবেন না’, ফরমান জারি শুভেন্দুর

Suvendu Adhikari: ওমর আবদুল্লাহকে পাশে নিয়ে বাঙালিদের কাশ্মীরে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর ঠিক উল্টো পথে হেঁটেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঙালিদের কাশ্মীর যেতে নিষেধ করছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুরা যাবেন না।

Suvendu Adhikari: জম্মু যান, কাশ্মীর যাবেন না, ফরমান জারি শুভেন্দুর
কাশ্মীর যেতে নিষেধ শুভেন্দু অধিকারীরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 11, 2025 | 9:11 PM

কলকাতা: পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ধাক্কা খেয়েছে জম্মু কাশ্মীরের পর্যটনশিল্প। বৃহস্পতিবারই বাংলায় এসেছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। কিন্তু তারপরই আরেক প্রস্থ বিতর্ক তৈরি হয়েছে। ওমর আবদুল্লাহকে পাশে নিয়ে বাঙালিদের কাশ্মীরে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর ঠিক উল্টো পথে হেঁটেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঙালিদের কাশ্মীর যেতে নিষেধ করছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুরা যাবেন না।

শুভেন্দু বলেছেন, “আমি দলের হয়ে কথা বলছি না। আমি একজন বিজেপি বিধায়ক হয়েও বলছি না। আমি বিতান অধিকারীর স্ত্রীর কান্না দেখেছি। জম্মু যান।”

শুভেন্দুর এই বক্তব্য নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। কটাক্ষ করেছেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, “জঙ্গিরা চেয়েছিল কাশ্মীদের মেরুদণ্ডটাকে ভেঙে দিতে। এটাই প্রতিরোধ করতে হবে। কেন্দ্র চেয়েছিল কাশ্মীরে পর্যটন শিল্প ফিরে আসুক, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। তাহলে কি সবই বিফল হয়ে গেল? আমরা বিরোধী দলনেতার কথায় বিরক্ত হয়েছি। এই ধরনের ফরমান দেওয়া যায় না।”