‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই’, শুভেন্দুর কাছে অনুরোধ চাকরিহারাদের

Suvendu Adhikari: শুভেন্দুকে চাকরিহারা চিন্ময় মণ্ডল বলেন, "আমাদের একটা অনুরোধ। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। একটু দেখবেন।" শুভেন্দু অবশ্য তাঁদের জানিয়েছেন, "দুটো জিনিস এক সঙ্গে হতে পারে না। কেউ কেউ মিটিং করবেন আবার আন্দোলন করবেন হতে পারে না।" গোটা বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, শুভেন্দুর কাছে অনুরোধ চাকরিহারাদের
চাকরিহারাদের মঞ্চ Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 16, 2025 | 10:18 PM

কলকাতা: বিকাশভবনে আন্দোলনরত চাকরিহারা। শুক্রবার সন্ধ্যায় পাশে পেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁর কাছে আন্দোলনকারীদের পক্ষ থেকে চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে আবেদন করা হল, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চান।

শুভেন্দুকে চাকরিহারা চিন্ময় মণ্ডল বলেন, “আমাদের একটা অনুরোধ। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। একটু দেখবেন।” শুভেন্দু অবশ্য তাঁদের জানিয়েছেন, “দুটো জিনিস এক সঙ্গে হতে পারে না। কেউ কেউ মিটিং করবেন আবার আন্দোলন করবেন হতে পারে না।” গোটা বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

চাকরিহারাদের বিকাশভবন অভিযান ঘিরে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত ছিল করুণাময়ী চত্বর। প্রথমে চাকরিহারাদের বিকাশভবন ‘দখল’, তারপর সেখানে সব্যসাচী দত্তের অনুগামীদের হুজ্জুতি, সন্ধ্যায় বিকাশভবনের কর্মীদের বাইরে বেরোতে না দিয়ে আন্দোলন-বিক্ষোভ, শেষমেশের পুলিশি ‘লাঠিচার্জ’- গোটা বিষয়ে তপ্ত হয়েছে পরিস্থিতি। শুভেন্দু চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বলেন,  “বিরোধী দলনেতা মানে একটা পোস্ট যতক্ষণ না তাঁকে কেউ নমিনেট করে। বর্ণ, ধর্ম না ভেবে পাশে দাঁড়ানো আমার কাজ।” সঙ্গে তিনি এও বলেন, “আপনাদের দাবির যুক্তিসংগত আছে তাহলে আপনাদের দাবিকে সমর্থন করব। সহযোগিতা করে মন থেকে আছি। মুখে নয়, মন থেকেই আছি।”