Suvendu Adhikari: মমতার পাল্টা, এবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু

Suvendu Adhikari's Letter To CEC: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। তিনি জাতীয় নির্বাচন কমিশনের অফিসে রয়েছেন। দুপুর ১২ টা বৈঠক। ভোটমুখী রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে। পাশাপাশি যে দুটো চিঠি জাতীয় নির্বাচন কমিশনের অফিসে এসে পৌঁছেছে, সেটা গুরুত্বপূর্ণ।

Suvendu Adhikari: মমতার পাল্টা, এবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু
জ্ঞানেশ কুমারকে চিঠি শুভেন্দু অধিকারীরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 05, 2026 | 12:41 PM

কলকাতা: রবিবারই CEC জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত, ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ। রাজ্যের দাবি না মানলে এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার তার পাল্টা CECকে চিঠি দিয়েছেন রাজ্য় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, ভোটের জন্য ভুয়ো ভোটারদের সুরক্ষা দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন। এসআইআর স্থগিত করতে চেয়ে যে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী, তাতেই প্রমাণ মিলছে।

এদিকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। তিনি জাতীয় নির্বাচন কমিশনের অফিসে রয়েছেন। দুপুর ১২ টা বৈঠক। ভোটমুখী রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে। পাশাপাশি যে দুটো চিঠি জাতীয় নির্বাচন কমিশনের অফিসে এসে পৌঁছেছে, সেটা গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন, রাজ্যের নথি গ্রহণ করা হচ্ছে না। রাজ্যের তরফ থেকে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেটা এসআইআর-এর শুনানিতে গ্রহণ করা হচ্ছে না। মমতা অভিযোগ করেছেন, এক-একটা রাজ্যের ক্ষেত্রে এক-একরকম নিয়ম দিচ্ছে কমিশন।

এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু জানিয়েছেন, ভুয়ো ভোটারদের তালিকায় ঢোকানোর জন্য এই ধরনের যাবতীয় প্রক্রিয়া চালাতে চাইছে রাজ্য সরকার, যা কোনও ভাবেই গ্রাহ্য না হয়। এই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন কোন বক্তব্য গ্রহণ করবে, সেটাই দেখার।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “বাংলার ক্ষেত্রেই কেন আলাদা নিয়ম? প্রত্যেকদিন নিয়ম পাল্টানো হচ্ছে, তার উত্তর দিতে হবে জ্ঞানেশ কুমারকে। এত মৃত্যু মিছিল বাংলায়, তার দায় কে নেবেন?”