Suvendu Adhikari: ‘বাংলাদেশ থেকে ডেইলি ফোন আসছে’, কার ফোন পাচ্ছেন শুভেন্দু?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 13, 2025 | 7:41 PM

Suvendu Adhikari: শুধু বাংলাদেশ নয়, ফোন এসেছে পাকিস্তান থেকেও! দিল্লির বিস্ফোরণের ঠিক তিনদিন পর এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, প্রায় প্রতিদিনই বাংলাদেশ থেকে ফোন আসে। তবে পুলিশের কাছে কোনও অভিযোগ জানাননি তিনি।

বাংলার গ্রামেও পৌঁছেছে এনআইএ টিম। মুর্শিদাবাদে বুধবার চলেছে তল্লাশি। সন্দেহভাজনদের কাছে এমন একজনের ফোন নম্বর পাওয়া গিয়েছে, যিনি মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা, পেশায় পরিযায়ী শ্রমিক। এসবের মাঝেই বড় অভিযোগ শুভেন্দুর।

পাকিস্তান থেকে থ্রেট কল এসেছে বলে দাবি বিরোধী দলনেতার। তবে পাকিস্তান থেকে বলা হলেও নম্বরটি নাকি সৌদি আরবের। আর সেই ফোন যখন শুভেন্দুর কাছে এসেছে, তার আগেই দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে গিয়েছে। ইতিমধ্যেই হুমকি ফোন পাওয়ার কথা নির্দিষ্ট জায়গায় জানিয়ে দিয়েছেন শুভেন্দু। কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।