Suvendu Adhikari: এদৃশ্য বাংলাদেশের নয়! বাংলাতেও হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়ে গিয়েছে! ভিডিয়ো পোস্ট করে দাবি শুভেন্দুর

Pradipto Kanti Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 14, 2024 | 12:15 AM

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী নিজের পোস্টে জানিয়েছেন, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ওয়াকফ সংশোধনী বিল বিরোধী সভা চলছিল। সেই সময়ে ওখান থেকে যাচ্ছিল একটি গাড়ি। তাতে বাজছিল সনাতনী ভজন। তাতেই গাড়ির উপর চড়াও হন সভায় আসা লোকজন।

Suvendu Adhikari: এদৃশ্য বাংলাদেশের নয়! বাংলাতেও হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়ে গিয়েছে! ভিডিয়ো পোস্ট করে দাবি শুভেন্দুর
শুভেন্দুর পোস্ট করা ভিডিয়োর স্ক্রিনশট
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা:  গাড়িতে সনাতনী ভজন শোনার ‘অপরাধে’ আক্রান্ত দুই। আহতরা ভর্তি কাঁথি মহকুমা হাসপাতালে। এই দৃশ্য বাংলাদেশের নয়, খোদ বাংলার বুকে, তাও আবার অধিকারী গড়ে। নিজের সামাজিক মাধ্যমে ভিডিয়ো পোস্ট করে দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

শুভেন্দু অধিকারী নিজের পোস্টে দাবি করেছেন, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ওয়াকফ সংশোধনী বিল বিরোধী সভা চলছিল। সেই সময়ে ওখান থেকে যাচ্ছিল একটি গাড়ি। তাতে বাজছিল সনাতনী ভজন। তাতেই গাড়ির উপর চড়াও হন সভায় আসা লোকজন।


কোনও প্ররোচনা ছাড়াই গাড়িটি ভাঙচুর হয় বলে অভিযোগ করেন। চলে তাণ্ডবও। গাড়িতে থাকা যাত্রীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন শুভেন্দু। ঘটনার ভিডিয়োও পোস্ট করে শুভেন্দু তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁর বক্তব্য, অভিযুক্তদের গ্রেফতার করতে ভিডিয়োটিই যথেষ্ট। কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি কাউকেই। বাংলাদেশে হিন্দু নিধন সোচ্চার শুভেন্দু। একাধিক জায়গায় অরাজনৈতিকভাবে তিনি প্রতিবাদ চালাচ্ছেন। বাংলাদেশের এই অস্থিরতার মধ্যেই বাংলার এই ভিডিয়ো পোস্ট করে শোরগোল ফেললেন তিনি।

Next Article