Suvendu Adhikari: ‘কোথায় লুকিয়ে দিলেন ছাত্রীকে?’, মশাল মিছিল থেকে পুলিশকে প্রশ্ন শুভেন্দুর, ফের নবান্ন অভিযানের হুঁশিয়ারি

Suvendu Adhikari: কসবা-কাণ্ডের পর রাজ্যের সরকার ও শাসক দলের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, 'এ লড়াই থামার নয়।'

Suvendu Adhikari: কোথায় লুকিয়ে দিলেন ছাত্রীকে?, মশাল মিছিল থেকে পুলিশকে প্রশ্ন শুভেন্দুর, ফের নবান্ন অভিযানের হুঁশিয়ারি
মিছিলে শুভেন্দু অধিকারীImage Credit source: Facebook

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 29, 2025 | 7:13 PM

কলকাতা: কসবা-কাণ্ডের প্রতিবাদে দফায় দফায় চলছে বিক্ষোভ। শনিবার রাতেও প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হন সুকান্ত মজুমদার, সজল ঘোষরা। এরপর বৃহত্তর আন্দোলনে নেমেছে বঙ্গ বিজেপি। আজ, রবিবার মশাল যোগে গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হয় সেই মিছিল।

কসবা-কাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল হয়। ‘কন্যা সুরক্ষা যাত্রা’ নামে হয় সেই মিছিল। সেই মিছিল থেকে তৃণমূল সরকার তথা পুলিশকে কড়া বার্তা দেন শুভেন্দু।

আগামী ২ জুলাই যুব মোর্চার ডাকে কসবা অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু। পুলিশ অনুমতি না দিলে হাইকোর্ট থেকে অনুমতি আদায় করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিরোধী দলনেতা বলেন, ‘২ তারিখ কসবা ঢুকব‌ই। হাজার হাজার মানুষ নিয়ে আসুন।’ একটানা বিক্ষোভ চলবে, আগামিকাল‌ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে।

এদিকে, সোমবার রাজ্য়ে আসছে বিজেপির তদন্ত কমিটি। জে পি নাড্ডার সঙ্গেও এই বিষয়ে কথা হয়েছে বলেও দাবি করেছেন শুভেন্দু। তাঁর স্পষ্ট বক্তব্য়, নির্যাতিতার পরিবারের সঙ্গে পুলিশকে দেখা করতে দিতে হবে। কলকাতার পুলিশ কমিশনারকে নিশানা করে শুভেন্দু বলেন, “কোথায় লুকিয়ে দিলেন নির্যাতিতা ছাত্রীকে? কোথায় লুকিয়ে দিলেন তাঁর বাবা-মাকে? দেখা করতে দিতেই হবে।”

এছাড়া কসবা-কাণ্ডকে সামনে রেখে ফের একবার নবান্ন অভিযানের ডাক দেওয়ার কথা বলেছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, আগামী ৯ অগস্ট তিলোত্তমার বাবা-মায়ের সঙ্গে দেখা করে নবান্ন অভিযানের ডাক দেওয়ার আর্জি জানাবেন। রাজনৈতিক স্বার্থ দূরে সরিয়ে শুভেন্দু অধিকারী যোগ দেবেন বলে এদিন দাবি করেন।