Suvendu vs Mamata: বাংলার মানুষ কেন বার বার মমতার পক্ষ নিয়েছিল? একদা বিরোধী নেত্রীকে স্মরণ করালেন বর্তমান বিরোধী দলনেতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 20, 2023 | 7:25 PM

Suvendu vs Mamata: যেভাবে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা আজও চর্চায়। এদিন সাংবাদিক বৈঠক থেকে তৎকালীন বিরোধী নেত্রীকে সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিলেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Suvendu vs Mamata: বাংলার মানুষ কেন বার বার মমতার পক্ষ নিয়েছিল? একদা বিরোধী নেত্রীকে স্মরণ করালেন বর্তমান বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কড়া ভাষায় আক্রমণ শানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী নেত্রী হিসেবে বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভূমিকা সর্বজনবিদীত। শাসক দল এমনকী বিরোধী দলের নেতারাও বিভিন্ন সময়ে সেই কথা বলে থাকেন। যেভাবে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা আজও চর্চায়। এদিন সাংবাদিক বৈঠক থেকে তৎকালীন বিরোধী নেত্রীকে সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিলেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন, ‘আপনার যে কদর্য ভাষা, তার উত্তর পশ্চিমবাংলার লোক দেবেন।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যখন বিরোধী নেত্রী ছিলেন, সেই সময়েও যে বাংলার মানুষ শাসকের কদর্য আক্রমণের জবাব দিয়েছিল, তা মনে করিয়ে দিলেন শুভেন্দু। বললেন, ‘তৎকালীন আরামবাগের সাংসদ অনিল বসু কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন। বাংলার মানুষ আপনার পক্ষ নিয়েছিল। বিনয় কোঙার আপনাকে আক্রমণ করেছিলেন। বাংলার মানুষ আপনার পক্ষ নিয়েছিল। আপনি বিরোধী দলনেতাকে এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ জাতীয় স্তরের নেতাদের বিরুদ্ধে আপনি যত বাংলার সংস্কৃতির বাইরে গিয়ে কথা বলবেন, আমি নিশ্চিত আপনি তত তাড়াতাড়ি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন।’

মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁকে নাম না করে আক্রমণ করেন, সেই বিষয়টিও এদিন সাংবাদিক বৈঠকে তুলে ধরেন শুভেন্দু। সম্প্রতি কারও নাম না করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, অমিত শাহ যাঁর ইশারায় চলছেন, তিনি একজন বড় ‘ডাকু’। বলেছিলেন, ‘শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি যা হয়েছে, তার শুরুটা ওই করেছিল।’ মুখ্যমন্ত্রী সেদিন কারও নাম না করলেও এদিন শুভেন্দু সাংবাদিক বৈঠকে সেই ‘ডাকু’ মন্তব্য নিয়েও পাল্টা দিলেন মুখ্যমন্ত্রীকে। সঙ্গে এও বললেন, যে অভিযোগ তাঁর বিরুদ্ধে করা হচ্ছে, তার সপক্ষে প্রমাণ দেখানোর জন্য। চ্যালেঞ্জের সুরে বললেন, ‘একটা ফাটা কাগজ দেখান না’।

Next Article