Suvendu Adhikari: ‘লঙ্কার গুঁড়ো ছিটানো হয়…’, বারুইপুরে বিরোধী দলনেতাকে ‘হেনস্থা’, পুলিশে অভিযোগ দায়ের শুভেন্দুর
Suvendu Adhikari: বুধবার রাত ১১ টা নাগাদ বারুইপুর পুলিশ জেলার ইমেল আইডি-তে অভিযোগ করেছেন এক আইনজীবী। ইমেলে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন ওই আইনজীবী।

কলকাতা: বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে হামলার অভিযোগ। পুলিশের দ্বারস্থ হলেন শুভেন্দু। বারুইপুর পুলিশ জেলায় ইমেলে অভিযোগ জানান শুভেন্দুর আইনজীবী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যে রাস্তা দিয়ে মিছিল গিয়েছে, সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
জানা যাচ্ছে, বুধবার রাত ১১ টা নাগাদ বারুইপুর পুলিশ জেলার ইমেল আইডি-তে অভিযোগ করেছেন এক আইনজীবী। ইমেলে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন ওই আইনজীবী। শুভেন্দু অভিযোগ করেছেন, তাঁর গাড়িতে ধাক্কাধাক্কি করা হয়েছে। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর পূর্ব নির্ধারিত কর্মসূচিতে নিজস্ব ভিডিয়ো টিম পাঠিয়েছিল পুলিশ। ভিডিয়ো রেকর্ডিং হয়েছে। শুভেন্দু যেখানে যেখানে গিয়েছিলেন, যেখানে সভা করেছিলেন, যে এলাকায় তাঁর ওপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ, সমস্তটাই ভিডিয়োগ্রাফি করে পুলিশ। সেই ভিডিয়োগ্রাফিও খতিয়ে দেখছে পুলিশ। আদৌ ওই ধরনের কোনও ঘটনা ঘটেছে কিনা, তা যাচাই করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, বুধবারের মিছিল থেকেই শুভেন্দু অভিযোগ করেছিলেন, “সরাসরি হামলা করছে। বাংলায় কোনও গণতন্ত্র নেই।”
প্রসঙ্গত, বিধানসভায় বলতে বাধা দেওয়ার অভিযোগে বুধবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুর পশ্চিমে সভা করেন শুভেন্দু অধিকারী। এটা তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। এদিকে, তার পাল্টা তৃণমূলও দুটি পথসভার ডাক দেয়। তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দুর গাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার বিধানসভাতেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।





