
১২ ডিসেম্বর। সোমবার। শুভেন্দু অধিকারী ডিসেম্বরের যে তিনটি তারিখের কথা উল্লেখ করেছিলেন, তার পয়লা দিন। আর এই দিনেই দক্ষিণ কলকাতার হাজরায় বিজেপির মেগা সভা। সভার মূল আকর্ষণ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সভা ঘিরে বিজেপির দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে শুরু থেকেই উন্মাদনা ছিল তুঙ্গে।

হাজরা মোড়ের একটি ধারে সভামঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। ভিড়ও জমেছিল প্রচুর। বিশেষ করে ১২ ডিসেম্বর তারিখটির বিষয়ে শুভেন্দু কী বার্তা দেন, তা নিয়ে কর্মীদের মধ্যে উৎসাহ ছিল প্রচুর।

বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের নেতৃত্বে উত্তর কলকাতা থেকে একটি বিশাল মিছিল গিয়ে পৌঁছায় হাজরার সভায়।

আশুতোষ কলেজের সামনেই গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু অধিকারী। বাকি পথটুকু হেঁটেই এগিয়ে যান হাজরার সভামঞ্চের দিকে।

অগ্নিমিত্রা পল, রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপির রাজ্য নেতৃত্বের অনেক মুখ হাজির ছিলেন হাজরার সভামঞ্চে। তবে দেখা যায়নি দিলীপ ঘোষকে।

হাজরার সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা হাতে হাত ধরে বার্তা দিলেন দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশে। দক্ষিণ কলকাতার হাজরা যা বরাবরই তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত, সেখানে বিজেপির এই সভা দলীয় কর্মীদের মনোবল আরও চাঙ্গা করবে বলেই মত রাজনৈতিক মহলের।

এদিন সভামঞ্চে শুরু থেকেই ঝাঁঝালো বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। নিজের ডিসেম্বরের তিনটি তারিখের ব্যাখ্যাও দিলেন বিধানসভার বিরোধী দলনেতা।