
কলকাতা: বাংলার ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা হচ্ছে। বিস্ফোরক অভিযোগ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, গত সপ্তাহে সীমান্ত এলাকায় ৭০ হাজারেরও বেশি ফর্ম জমা পড়েছে। সাধারণত এই সংখ্যাটা থাকে ২০-২৫ হাজার। অভিযোগ, রাজ্য প্রশাসন বেআইনিভাবে রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করছে।
২৫ জুলাইয়ের পর থেকে জারি হওয়া কোনও রকম ডোমিসাইল সার্টিফিকেট যাতে SIR-এ গ্রাহ্য না হয়। এই বিষয়ে শুভেন্দু মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন শুভেন্দু অধিকারী।
যদিও এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “সারা দেশে মানুষকে আতঙ্কিত করে রেখেছে বিজেপি। SIR ও নির্বাচন কমিশনারের আতঙ্কে। বাংলার মানুষ উদ্বেগে।”
সূত্র মারফত খবর, যে কোনও দিন SIR হতে পারে বাংলায়। অগাস্টের প্রথম সপ্তাহে, অর্থাৎআগামী সপ্তাহেই রাজ্যে SIR শুরু হতে পারে, তেমনই বলছে সূত্র। নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এদিকে, বাংলাতে গত এক সপ্তাহেই ৭০ হাজারের বেশি ভোটার অনলাইনে ভোটার কার্ড সংশোধন বা আপডেটের জন্য আবেদন করেছেন। গোটা রাজ্যের তুলনায় সীমান্তবর্তী এলাকাতেই এই হার বেশি বলে জানা যাচ্ছে।
সূত্র বলছে, আবেদনকারীদের মধ্যে যে কেবল নতুন ভোটার বা নাম তোলার আবেদন রয়েছে, তা নয়, এমন অনেকে আবেদন করছেন, যাঁরা ভোটার তালিকায় তাঁর জায়গার নাম পরিবর্তন করতে চাইছেন। বাংলায় SIR-এর সম্ভাবনা তৈরি হতেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, “বাংলায় একটা ভোটারও বাদ গেলেই ঘেরাও কর্মসূচি হবে। প্রতিবাদ হবে। মিছিল হবে। স্লোগান হবে।’