
কলকাতা: একটা ‘গেট পাস’ তাতে লেখা ‘আমরা যোগ্য’। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রবেশের অনুমোদনপত্র নাকি এটা। কিন্তু এই যোগ্যতার মাপকাঠিটাই বা কী? জানা গিয়েছে, সোমের বৈঠকের জন্য মোট ৭ হাজার ১৪৪ জন শিক্ষক ‘যোগ্য’ লেখা গেট পাস দেওয়া হয়েছে। কে দিয়েছে, কারা দিয়েছে? সেই নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
এদিন ইন্ডোর স্টেডিয়ামে যখন ‘যোগ্য’ শিক্ষকদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবহে বিধানসভার বাইরে দাঁড়িয়ে বড় দাবি করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্নের মুখে ফেলে দিলেন মুখ্যমন্ত্রীর বৈঠকে যাওয়া ‘যোগ্য’ চাকরিহারাদেরও।
তাঁর কথায়, ‘এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মী নন। এরাই চব্বিশে ভোট করেছে, ভোট লুটের কাজও করেছে। ডায়মন্ড হারবারে তো টেন্টেড শিক্ষক ও শিক্ষাকর্মীদের দিয়ে ভোট করানো হয়েছে। ওখানে সাত লক্ষ ভোট পাওয়া নিয়ে আমি তো RTI-ও করেছিলাম, কিন্তু এখনও উত্তর মেলেনি। এবার আমি ভোটে আদালতে যাব।’
আদালতের রায়ের পর থেকে যখন যোগ্য-অযোগ্যের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন চড়ছে, সেই আবহে বিরোধী দলনেতার মুখে উঠে এল এমন মন্তব্য। এমনকি, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে পর্যন্ত বিভাজনের ছবি দেখা গিয়েছে চাকরিহারাদের মধ্যে। রাজপথে যেমন একদিকে চাকরি ফেরতের দাবি সুর চড়িয়েছে তারা। ঠিক তেমন ভাবেই ‘চিহ্নিত অযোগ্যদের’ বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে অন্য চাকরিহারাদের।