কলকাতা : চলতি বছরের বাজেট অধিবেশনের শুরু থেকেই বিরোধিতার পথ বেছে নিয়েছেন বিরোধীরা। অধিবেশনের শুরুতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্যের বিরোধিতা দিয়ে শুরু, এবার বাজেট পেশ হওয়ার পরও ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলের বিধায়কেরা। বুধবার বাজেট পেশ হওয়ার আগে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্য়ান্য বিজেপি বিধায়কেরা মাস্ক পরে অধিবেশন কক্ষে প্রবেশ করছেন। সাধারণ মাস্ক নয়, তাঁদের মুখ ঢাকা ছিল ৫০০ টাকার মাস্কে। তবে আসল টাকা নয়, মাস্কের ওপর সেলোটেপ দিয়ে লাগানো ছিল নকল ৫০০ টাকার নোট।
বিজেপি বিধায়কদের দাবি, এভাবেই নীরবে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। এ ব্যাপারে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের তো মুখ বন্ধ রাখতে বলেছে। ৫০০ টাকা দিয়ে মুখ বন্ধ করতে বলেছে। তাই আমরা মুখ বন্ধ করে রেখেছি।’ বিভিন্ন ক্ষেত্রে ভাতা দেওয়ার কথা বলে সাধারণ মানুষের মুখ বন্ধ রাখা হচ্ছে বলেই দাবি তাঁদের।
বিজেপি বিধায়কদের সেই ছবি প্রকাশ্যে আসার পর কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি টুইটে লিখেছেন, ‘শুভেন্দু মাস্কের ওপর ৫০০ টাকার নোট লাগিয়েছেন। এটা কি নারদা থেকে পাওয়া? হতে পারে সারদা-র সুদীপ্ত সেনের কাছ থেকে নিয়েছিলেন।’
Suvendu is using a note over mask in Assembly house, which he took in Narada Scam, or might have taken from Sudipta Sen of Saradha.@AITCofficial pic.twitter.com/7QLVXxvo2M
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 15, 2023
বাজেট প্রসঙ্গেও রাজ্য সরকারের তীব্র বিরোধিতা করেছেন শুভেন্দু। তাঁর দাবি, বাজেটে না আছে উন্নয়নের কথা, না আছে সাধারণ মানুষের জন্য কোনও উদ্যোগ। আসন্ন ভোটের কথা মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বিরোধী দলনেতার আরও দাবি, রাজ্যের জ্বলন্ত ইস্যু হওয়া সত্ত্বেও কর্মসংস্থানের কথা বলা হয়নি বাজেটে।