Suvendu Adhikari: দাঁড়িয়ে রইলেন বাইরেই, যুবভারতী স্টেডিয়ামে ঢুকতে ‘বাধা’ শুভেন্দুকে

Suvendu Adhikari On Yuvabharati Case:এদিনই সকালে  শীর্ষ পুলিশ কর্তা পীযূষ পান্ডের নেতৃত্বে বিশেষ দল স্টেডিয়াম পরিদর্শন করে যায়। এই টিমে রয়েছেন জাভেদ শামিম, সুপ্রতীম সরকার, মুরলীধর শর্মা। পুলিশ কর্তারা বিধানসভার কমিশনারেটেও যান। তারপর তাঁরা যুবভারতী স্টেডিয়ামে পৌঁছন। গোটা স্টেডিয়ামের ঘুরে দেখেন তাঁরা।

Suvendu Adhikari:  দাঁড়িয়ে রইলেন বাইরেই, যুবভারতী স্টেডিয়ামে ঢুকতে বাধা শুভেন্দুকে
শুভেন্দু অধিকারী Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 17, 2025 | 1:09 PM

কলকাতা: রাজ্যপালের পর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। যুবভারতী স্টেডিয়ামে ঢুকতে গিয়ে বাধার মুখে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঢুকতে না পেয়ে ফেরত যান তিনি। যুবভারতীকাণ্ডের পর বুধবার সকালে স্টেডিয়ামে যান শুভেন্দু। সেখানে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তার কিছুক্ষণ আগেই অবশ্য রাজ্যের তৈরি করা ‘সিট’এর উচ্চ পদস্থ পুলিশ কর্তারা স্টেডিয়াম পরিদর্শন করে যান। এদিনও যুবভারতীর বাইরে দাঁড়িয়ে তিনি বললেন, “আমরা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কমিটিই মানি না। সেই কারণেই আদালতে গিয়েছি। ভারপ্রাপ্ত প্রধানবিচারপতির ঘরে মামলা রয়েছে। আমরা চাই, রাজ্য সরকারের প্রভাবমুক্ত তদন্ত কমিটি। মূল অভিযোগ তো রাজ্য সরকারের বিরুদ্ধেই। ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের, সেই পুলিশের বিরুদ্ধেই অভিযোগ। ক্রীড়া দফতরের বিরুদ্ধে অভিযোগ।”

প্রসঙ্গত, এদিনই সকালে  শীর্ষ পুলিশ কর্তা পীযূষ পান্ডের নেতৃত্বে বিশেষ দল স্টেডিয়াম পরিদর্শন করে যায়। এই টিমে রয়েছেন জাভেদ শামিম, সুপ্রতীম সরকার, মুরলীধর শর্মা। পুলিশ কর্তারা বিধানসভার কমিশনারেটেও যান। তারপর তাঁরা যুবভারতী স্টেডিয়ামে পৌঁছন। গোটা স্টেডিয়ামের ঘুরে দেখেন তাঁরা। সূত্রের খবর, তারপরই স্টেডিয়ামের প্রত্যেকটি গেট বন্ধ করে দেওয়া হয়।

বেলা ১২টা নাগাদ স্টেডিয়ামে পৌঁছন শুভেন্দু। ছিলেন বাকি বিধায়করা। কিন্তু গেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন তিনি। শুভেন্দু বলেন , “গেট বন্ধ তো রাজ্যপালকেও করে দিয়েছিল। রাজ্যপালকে যদি করতে পারে, তাহলে বিরোধী দলনেতাকেও করতে পারে।” উল্লেখ্য,  যুবভারতীর প্রত্যেকটি এন্ট্রি পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়। বাইরেই আটকে যান শুভেন্দু। সঙ্গে ছিলেন আরও বিধায়করা। ঢুকতে না পেরে, বাইরে স্লোগান দিতে থাকেন বিধায়করা। শুভেন্দু বলেন, “ওরা নিজেরাই পালিয়ে গিয়েছেন দরজা বন্ধ করে।” গত শনিবারও অর্থাৎ ঘটনার দিন সন্ধ্যাতেও রাজ্যপাল গিয়েছিলেন স্টেডিয়ামে। গেট বন্ধ ছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ফেরত যান। পরের দিন ফের যান রাজ্যপাল।