Suvendu on Mukul Roy: ‘ঢাক-ঢোল-কাড়া-নাকাড়া বাজিয়ে’ তৃণমূলে যোগ দেন মুকুল, প্রমাণ দিয়েছেন শুভেন্দুর আইনজীবী

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 28, 2022 | 7:08 PM

Suvendu on Mukul Roy: মুকুলের দলত্যাগ মামলার শুনানি ছিল বিধানসভায়। সেখানেই মুকুলের দলত্যাগের প্রমাণ দেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু।

Suvendu on Mukul Roy: ঢাক-ঢোল-কাড়া-নাকাড়া বাজিয়ে তৃণমূলে যোগ দেন মুকুল, প্রমাণ দিয়েছেন শুভেন্দুর আইনজীবী
শুভেন্দু অধিকারীকে হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট। ফাইল ছবি।

Follow Us

কলকাতা : মুকুলের রাজনৈতিক জীবন বরাবরই জায়গা করে নিয়েছে শিরোনামে। পোড় খাওয়া রাজনীতিক মুকুলের কাছে বিধানসভা নির্বাচন খুব একটা বড় ব্যাপার ছিল না বলে মনে করেন অনেকেই। আর ভোট মিটতেই গেরুয়া শিবির ছেড়ে সেই মুকুল রায় যোগ দেন তৃণমূলে। তারপরই শুরু হয়েছে নয়া বিভ্রাট। তাঁর বিরুদ্ধে দলত্যাগ আইনে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই মামলার শুনানিতে বারবারই মুকুলের আইনজীবী দাবি করে আসছেন মুকুল তৃণমূলে যোগ দেননি। অন্যদিকে মুকুলের তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি প্রমাণ করতে মরিয়া শুভেন্দু। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার ফের বিধানসভায় তথ্য প্রমাণ পেশ করলেন শুভেন্দু আইনজীবী। মুকুল যে তৃণমূলে যোগ দিয়েছিলেন, সেটাই প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি।

শুনানি শেষ

শুক্রবার মুকুল রায়ের দলত্যাগ মামলার শুনানি শেষ হল। এবার রায়ের অপেক্ষা। দ্বাদশ শুনানি ছিল এ দিন। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষের উপস্থিতিতে চলছিল সেই শুনানি। মুকুল রায়ের আইনজীবী সায়ন্তক দাস এ দিন জানান মুকুল রায় বিজেপিতেই আছেন।

প্রমাণ দিয়েছেন শুভেন্দু আইনজীবী

শুক্রবার এই শুনানি প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, এ দিনের শুনানিতে মুকুলের আইনজীবী চুপ করে ছিলেন। তিনি আরও বলেন, ‘আজ আমাদের আইনজীবী ছবি, ভিডিয়ো, অডিয়ো সব তথ্য ও প্রমাণ দিয়ে দাবি করেছেন ঢাক- ঢোল- কাড়া- নাকাড়া বাজিয়ে, সংবাদমাধ্যমের কাছে হিরো হয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই যোগ দিয়েছিলেন।’

শুভেন্দু আরও জানিয়েছেন, কেউ রাজনীতির বাইরে নয়। তিনি বলেন, অপেক্ষায় রয়েছি সুপ্রিম কোর্টের শুনানির জন্য। আমরা পরিস্কার করে দিয়েছি, তিনি তৃণমূলে যোগদান করেছিলেন। বাকি দলত্যাগী চারজন বিধায়কের বিরুদ্ধেও একই প্রক্রিয়া চলবে বলে জানান তিনি।

এর আগে শুনানিতে মুকুল রায়ের আইনজীবীদের বক্তব্য ছিল, তিনি তৃণমূলে যোগ দেননি। তিনি তৃণমূলের অনুষ্ঠানে অতিথি হিসেবে সেখানে ছিলেন। তিনি তৃণমূলের পতাকাও হাতে তোলেননি। তাঁকে সম্মানিত করতে উত্তরীয় পরানো হয়েছিল। এ ছাড়া তিনি এখনও বিজেপি ত্যাগ করেননি বলেও বিধানসভায় জানান মুকুল রায়ের আইনজীবীরা।

কী বলছে সুপ্রিম কোর্ট?

এদিকে মুকুল রায় বিধায়ক থাকবেন কি না, সেই প্রসঙ্গে ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্ট স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছিল, যাতে এই সংক্রান্ত বিষয়ে বিধানসভার অধ্যক্ষ দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেন। উল্লেখ্য, গত বছরের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন মুকুল রায়। কিন্তু তারপরে তৃণমূল ভবনে দেখা যায় তাঁকে। অভিষেক তাঁকে গলায় উত্তরীয় পরিয়ে দেওয়ার ছবিও প্রকাশ্যে এসেছে। কিন্তু মুকুল রায়ের আইনজীবীদের বক্তব্য, তিনি তৃণমূলে যোগ দেননি। তিনি এখনও বিজেপিতেই আছেন।

আরও পড়ুন : Madan Mitra: তার ছিঁড়েছিল আমফানে, সেই থেকে বন্ধ ট্রাম! খিদিরপুরে পরিদর্শনে মদন মিত্র

Next Article
Madan Mitra: তার ছিঁড়েছিল আমফানে, সেই থেকে বন্ধ ট্রাম! খিদিরপুরে পরিদর্শনে মদন মিত্র
Narada Case: নারদ মামলায় অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত হল মদন, শোভন, ফিরহাদের