Swasthya Bhawan: স্যালাইন-কাণ্ডে CID তদন্তের নির্দেশ দিল রাজ্য

Deeksha Bhuiyan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 13, 2025 | 6:01 PM

Swasthya Bhawan: মুখ্যসচিব বলেন, "মুখ্যসচিব: ওষুধ, সরঞ্জাম নিয়ে একটি জায়গা রয়েছে। এই সব জিনিসের সাপ্লাই কত হচ্ছে, তার গুণগত মান আদৌ ঠিক আছে কি না সবটাই স্বাস্থ্য ভবন মনিটর করে। সেই সকল জিনিসের স্যাম্পেল কালেক্ট করে পরীক্ষা করা হয়েছে। যেগুলো অপ্রয়োজনীয় তা সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"

Swasthya Bhawan: স্যালাইন-কাণ্ডে CID তদন্তের নির্দেশ দিল রাজ্য
বৈঠকে স্বাস্থ্য সচিব ও মুখ্য সচিব
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইন-কাণ্ডের ঘটনায় মুখ্য় সচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। সূত্রের খবর, এ দিনের বৈঠকে স্বাস্থ্য সচিবকে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যসচিব। পরে বিকেলে উভয়ে মিলে সাংবাদিক বৈঠক করেন।

এক নজরে সকল আপডেট

  1. মুখ্যসচিব: শিশুদের শারীরিক অবস্থা এইমুহুর্তে স্থিতিশীল। তারা ভাল আছে। আমরা ক্রমাগত মনিটরিং করছি। আমরা একটা তদন্ত করেছিলাম। সেই সময় আমরা একটা খবর পাই এই কোম্পানির স্যালাইন নিয়ে সমস্যা আছে। সেই কারণে তখন প্রোডাকশন বন্ধ করতে বলা হয়েছিল।
  2. মুখ্যসচিব: প্রাথমিক রিপোর্ট দুই দিনের মধ্যে পেয়েছি। তিনদিনের মধ্যে পরবর্তী রিপোর্ট পাওয়া যাবে। আশাকরি সিআইডির রিপোর্ট‌ও তাড়াতাড়ি পেয়ে যাবো। তারপরেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই।
  3. মুখ্যসচিব: আগেও এই স্যালাইন ব্যবহার করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিলো। তারপর আবার গত ৭ তারিখ এক‌ই নির্দেশ দেওয়া হয়েছে।ওই কোম্পানিকে প্রোডাকশন বন্ধ করতে বারণ করা হয়েছিল। তারপর থেকে ওদের থেকে আর এই ব্যাচের স্যালাইন নেওয়া হয়নি।
  4. মুখ্যসচিব: যেহেতু এখানে গাফিলতির অংশ রয়েছে। আজ মুখ্যমন্ত্রী দশজন সিনিয়র স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে মিটিং করেছেন। তিনি পরিস্কার জানিয়েছেন এই ঘটনা কোনও ভাবেই বরদাস্থ করা যাবে না। পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট এলে এই ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তাছাড়া সিআইডিকেও আমরা নির্দেশ দিয়েছি,এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করে।
  5. মুখ্যসচিব: ওষুধ, সরঞ্জাম নিয়ে একটি জায়গা রয়েছে। এই সব জিনিসের সাপ্লাই কত হচ্ছে, তার গুণগত মান আদৌ ঠিক আছে কি না সবটাই স্বাস্থ্য ভবন মনিটর করে। সেই সকল জিনিসের স্যাম্পেল কালেক্ট করে পরীক্ষা করা হয়েছে। যেগুলো অপ্রয়োজনীয় তা সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
  6. মুখ্যসচিব: আমরা আগেই নির্দেশ দিয়েছিলাম প্রশিক্ষণরত চিকিৎসকদের সিনিয়র চিকিৎসকদের অধীনে কাজ করতে হবে। তাঁদের যথাপোযুক্ত ডিউটি রস্টার মেনে চলতে হবে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এখানেও একটি গাফিলতি হয়েছে।
  7. মুখ্যসচিব: পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে। সেইটাতেই বোঝা যাবে কারা সেই সময় ডিউটিতে ছিলেন। কতটা তাঁদের গাফিলতি রয়েছে।
  8. মুখ্যসচিব: সব সময় একজন সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতেই এটা করা হয়। কিন্তু এই ঘটনায় প্রশিক্ষণরত চিকিৎসকরাই বিষয়টি হ্যান্ডেল করেছেন।
  9. মুখ্যসচিব: এই ঘটনার পরই ১৩ জনের বিশেষজ্ঞ দল গঠন করি। ১১ই জানুয়ারি তাঁরা পৌঁছয় মেডিক্যাল কলেজে। তাঁরা তদন্ত করে একটি রিপোর্ট জমা করেছে। যেখানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, ওই সময় কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের একটা গাফিলতি রয়েছে। তারপরও আমরা বিষয়টির তদন্ত করতে নির্দেশ দিয়েছি।

 

Next Article